শুক্রবার, ১৫ এপ্রিল ২০১৬
প্রথম পাতা » অর্থনীতি | বিশ্ব সংবাদ | ব্রেকিং নিউজ » পানামা পেপার্স: পুতিনের মন্তব্যর জন্য ক্ষমা চাইল ক্রেমলিন
পানামা পেপার্স: পুতিনের মন্তব্যর জন্য ক্ষমা চাইল ক্রেমলিন
ডেস্ক,
পানামা নথি ফাঁসের পেছনে যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের হাত আছে- রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের এ ধরনের মন্তব্যের পর ক্রেমলিনের পক্ষ থেকে এ ‘ভুলের’ জন্য ক্ষমা প্রর্থনা করা হয়েছে।
বৃহস্পতিবার টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত একটি অনুষ্ঠানে ফোনে পুতিন বলেন, “পানামায় অফশোর একাউন্ট নিয়ে গণমাধ্যমের খবর উস্কানিমূলক এবং যুক্তরাষ্ট্রের ব্যাংক গোল্ডম্যান শ্যাসের হয়ে জার্মানির পত্রিকা ওই নথি ফাঁস করেছে।”
ভুল তথ্যের ভিত্তিতে পুতিন ওই মন্তব্য করেছেন জানিয়ে পরদিন গোল্ডম্যান শ্যাস ও জার্মান পত্রিকা সুইডয়চে সাইটংয়ের কাছে ক্রেমলিনের পক্ষ থেকে ক্ষমা প্রর্থনা করা হয়। বলা হয়, সহযোগীরা ভুলবশত প্রেসিডেন্ট পুতিনকে জানিয়েছেন যে, জার্মান পত্রিকাটি আমেরিকান ব্যাংকের মালিকানাধীন।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেস্কভ সাংবাদিকদের বলেন, “(প্রেসিডেন্টের) ব্রিফিংয়ের জন্য যারা কাগজপত্র প্রস্তুত করেছে এটি তাদের ক্ষমার অযোগ্য ভুল। এটি আমার ভুল।”
“আমরা সেখানকার তথ্যগুলো ভালভাবে যাচাই না করেই প্রেসিডেন্টকে দিয়ে দিয়েছি। আমরা গোল্ডম্যান শ্যাসের কাছে ক্ষমা প্রর্থনা করছি এবং জার্মান পত্রিকাটির কাছেও ক্ষমা প্রর্থনা করছি।”