ইকুয়েডরে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৭২
আন্তর্জাতিক ডেস্ক: ইকুয়েডরে শনিবার রাতের শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৭২ জনে দাঁড়িয়েছে। মৃতের সংখ্যা অারো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এছাড়া গত তিন দশকের মধ্যে দেশটির সবচেয়ে শক্তিশালী এই ভূমিকম্পে আরো আড়াই হাজারের মতো মানুষ আহত হয়েছে বলে জানিয়েছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট জর্জ গ্লা। সেইসঙ্গে আরো বেশ কিছু মানুষ নিখোঁজ রয়েছেন বলেও জানান তিনি। খবর এপির
ভূমিকম্পে নিহতের সর্বশেষ এই তথ্য দেন দেশটির ভাইস মিনিস্টার দিয়েগো ফুয়েন্তেস। রবিবার রাতে সাংবাদিকদেরকে এ তথ্য দেন তিনি।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস’র মতে, ৭.৮ মাত্রার এ ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল উপকূলবর্তী শহর মুজনের ২৭ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ-পূর্বে। ১৯৭৯ সালের পর এটাই দেশটিতে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প।
এদিকে, শক্তিশালী এ ভূমিকম্পে নিখোঁজ ও আহত লোকদের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধার তৎপরতা পর্যবেক্ষণ করতে দেশটির প্রেসিডেন্ট রাফায়েল কোরেয়া ইতালি সফর দ্রুত দেশ করে দেশে ফিরেছেন। ভূমিকম্পের রাতে তিনি রোমে অবস্থান করছিলেন। এর আগের দিন ভ্যাটিকানে একটি সম্মেলনে যোগ দেন তিনি।