মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০১৪
প্রথম পাতা » জেলার খবর » বাংলাদেশকে জঙ্গিবাদী দেশ হতে দেয়া হবেনা : তথ্যমন্ত্রী
বাংলাদেশকে জঙ্গিবাদী দেশ হতে দেয়া হবেনা : তথ্যমন্ত্রী
গাইবান্ধা প্রতিবেদক: তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বাংলাদেশকে জঙ্গিবাদী দেশ হতে না দেয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন।
তিনি বলেন, ‘স্বাধীনতা বিরোধী শক্তির জঙ্গী তৎপরতা পরিচালনার অপচেষ্টা সত্ত্বেও কোন অবস্থাতেই বাংলাদেশকে জঙ্গী রাষ্ট্রে পরিণত করার কোন সুযোগ দেয়া হবে না।’
তথ্যমন্ত্রী বলেন, ‘বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ক্ষমতায় যাওয়ার জন্য ইসলামী জঙ্গীদের সাথে নিয়ে সবসময়ই ষড়যন্ত্র করে আসছে।’
ষড়যন্ত্র ও অপকৌশলের মাধ্যমে বেগম জিয়ার ক্ষমতায় যাওয়ার স্বপ্ন জনগণকে সাথে নিয়ে রুখে দেয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।
হাসানুল হক ইনু এমপি সোমবার দুপুরে গাইবান্ধা জেলা জাসদের কাউন্সিল ও সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।
গাইবান্ধা শহরের শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত এ সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা জাসদের ভারপ্রাপ্ত সভাপতি সেলিকুজ্জামান চৌধুরী রুবেল।
সংসদ সদস্য নাজমুল হক প্রধান ও রেজাউল করিম তানসেন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন।
জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট সৈয়দ শামস-উল-আলম হিরু, সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, ওয়ার্কার্স পার্টির নেতা আমিনুল ইসলাম গোলাপ, ন্যাপের নেতা লুৎফর রহমান রঞ্জু, জাসদ নেতা শরিফুল ইসলাম বাবু প্রমুখ অনুষ্ঠানে বক্তৃতা করেন।
তথ্যমন্ত্রী বলেন, হরতাল ও অবরোধের নামে ধ্বংসাত্মক কার্যকলাপের মতো সন্ত্রাসবাদ ও নাশকতা সহ্য করা হবে না।
এসব কার্যকলাপের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে চলমান উন্নয়ন বিনষ্ট করতে দেয়া হবে না বলেও তিনি উল্লেখ করেন।
জাসদের সভাপতি হাসানুল হক ইনু বলেন, জঙ্গিবাদী তৎপরতা দেশবিরোধী কার্যকলাপের জন্য বাংলাদেশের মানুষ বেগম খালেদা জিয়া ও তার নেতৃত্বাধীন জোটকে বয়কট করেছে।
রাজাকার ও জঙ্গিবাদীদের সমর্থনে আর কোনদিন কেউ ক্ষমতায় যেতে পারবে না বলেও তিনি বলেন।
তথ্যমন্ত্রী দেশের বৃহত্তর স্বার্থে সুস্থ রাজনীতির ধারায় ফিরে আসার জন্য বেগম জিয়ার প্রতি উদাত্ত আহ্বান জানান।
এর আগে হাসানুল হক ইনু স্থানীয় মুক্তিযোদ্ধা কার্যালয়ের সামনে ৩শ’ মুক্তিযোদ্ধার মাঝে শীত বস্ত্র বিতরণ করেন। সুত্র ঃবাসস