প্রধানমন্ত্রী জীবন্ত কিংবদন্তি: সৈয়দ আশরাফ
সৈয়দ-আশরাফঢাকা: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, প্রধানমন্ত্রী জীবন্ত কিংবদন্তি। তার হাতের ছোঁয়া পরশ পাথর।
রাজধানীর খামার বাড়িতে মঙ্গলবার (১৯ এপ্রিল) বিকেলে কৃষক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক সভায় তিনি এ ধরনের অভিমত ব্যক্ত করেন।
জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, তিনি (প্রধানমন্ত্রী) যেখানে হাত দিয়েছেন সফল হয়েছেন, দেশের উন্নয়ন করেছেন। এ দেশের মানুষ সারা জীবন তাকে কৃতজ্ঞতা ভরে স্মরণ রাখবে।
সভায় কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেন, সেই ৯৬ সালে ক্ষমতায় এসে কৃষক বাঁচাও দেশ বাঁচাও কর্মসূচি শুরু করেন প্রধানমন্ত্রী। তিনি কৃষকও বাঁচিয়েছেন, দেশও বাঁচিয়েছেন। দেশের উন্নতি করেছেন। ২০০১ সালে বিএনপি জোট ক্ষমতায় এসে দেশে অন্ধকার নিয়ে আসে। ফের আবার ২০০৯ সালে সুযোগ পেয়ে প্রধানমন্ত্রী দেশের উন্নয়ন শুরু করলেন। সব দিন থেকে তিনি দেশকে এগিয়ে নিয়ে গেছেন এবং নিয়ে যাচ্ছেন।
তিনি বলেন, কৃষি বিষয়ে যদি কোনো জরিপ হয়ে তাহলে প্রধানমন্ত্রী এক নম্বরে থাকবেন। শেখ হাসিনা জনবান্ধব, বাংলার গরিব মানুষের মমতাময়ী মা।