বুধবার, ২০ এপ্রিল ২০১৬
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » জয় হত্যা ষড়যন্ত্র-র তথ্য দিয়েছে যুক্তরাষ্ট্র
জয় হত্যা ষড়যন্ত্র-র তথ্য দিয়েছে যুক্তরাষ্ট্র
পক্ষকাল ডেস্কঃ প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে জয়কে ‘অপহরণ ও হত্যার ষড়যন্ত্রে’ জড়িত থাকার অভিযোগে গত সপ্তাহে বাংলাদেশের প্রবীণ জনপ্রিয় সাংবাদিক শফিক রেহমানকে গ্রেফতার করে রিমান্ডে নেয় ঢাকার ডিবি পুলিশ। ওই ষড়যন্ত্রে আরো একজন জ্যেষ্ঠ সাংবাদিকসহ দুইজনের নাম ওঠে এসেছে বলে এর আগে
জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।ভারতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা পিটিআইকে ওই মার্কিন কর্মকর্তা বলেন, ‘ওই মামলার আইনগত সহায়তার জন্য বাংলাদেশ সরকারের অনুরোধের জবাব দিয়েছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ।’
হিন্দুস্তান টাইমসের ওই প্রতিবেদনে বলা হয়, বিএনপির মুখপত্র আমার দেশ পত্রিকার সম্পাদক মাহামুদুর রহমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলেকে হত্যার ষড়যন্ত্রে জড়িত থাকার প্রমাণ যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ ও এফবিআই সরবরাহ করার পর এ তথ্য জানা গেল। তবে বাংলাদেশকে দেওয়া সাহায্যের ধরনের ব্যাপারে বিস্তারিত জানাতে অস্বীকৃতি প্রকাশ করেন ওই মার্কিন কর্মকর্তা।
ওই কর্মকর্তার বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, ‘আইনগত সহায়তার অংশ হিসেবে যুক্তরাষ্ট্র সরকার যেহেতু তথ্য শেয়ার করছে, তাই এটা নিয়ে আমরা মন্তব্য করতে পারি না। প্রশ্নটি বাংলাদেশ সরকারের তদন্তের বিষয় হওয়ায় আমি আপনাকে বাংলাদেশি কর্তৃপক্ষের কাছ থেকে বিষয়টি জানার প্রস্তাব করছি।’
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে আরও বলা হয়, বাংলাদেশ পুলিশ মঙ্গলবার দাবি করে যুক্তরাষ্ট্রে প্রধানমন্ত্রী পুত্র জয়কে অপহরণ ও হত্যার ষড়যন্ত্রের কথা স্বীকার করেছেন কারাবন্দী দুই জ্যেষ্ঠ সাংবাদিক। জয় হত্যা ষড়যন্ত্রের মামলাতেও ২০১৩ সাল থেকে কারাবন্দি ৬২ বছর বয়সি মাহামুদুর রহমানকে গ্রেফতার দেখিয়ে রিমান্ডে নেওয়ার কথা ভাবছে বলে জানিয়েছে দেশটির পুলিশ।
এফবিআই এজেন্ট রবার্ট লাস্টিকে ঘুষ দিয়ে জয় সম্বন্ধে তথ্য জোগাড়ে জড়িত থাকায় ২০১৫ সালে যুক্তরাষ্ট্রের বিএনপির যুক্তরাষ্ট্রের শাখার নেতা মোহাম্মদ উল্লাহ মামুনের ছেলে রিজভী আহমেদ সিজারকে অভিযুক্ত করেন নিউইয়র্কের একটি আদালত।
গণমাধ্যমের খবর অনুযায়ী, রিজভী জয়কে অপহরণর পর হত্যা ষড়যন্ত্রের কথা স্বীকার করার পর মধ্যস্থতাকারী জোহানেস থালের ও এফবিআইয়ের এজেন্টকেও অভিযুক্ত করেন যুক্তরাষ্ট্রের ওই আদালত।