বৃহস্পতিবার, ২১ এপ্রিল ২০১৬
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » ২ হাজার স্বেচ্ছাসেবক থাকবেন আ. লীগের সম্মেলনে
২ হাজার স্বেচ্ছাসেবক থাকবেন আ. লীগের সম্মেলনে
আওয়ামী লীগের ২০তম জাতীয় ত্রি-বার্ষিক সম্মেলনে সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখতে ওই দিন দায়িত্ব পালন করবেন ২ হাজার স্বেচ্ছাসেবক। আগামী ১০ ও ১১ জুলাই দুদিনব্যাপী রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (২১ এপ্রিল) আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত সভায় এ তথ্য জানান স্বেচ্ছাসেবক ও শৃঙ্খলা উপ-পরিষদের সদস্য সচিব ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম।
বাহাউদ্দিন নাছিম বলেন, কাউন্সিল সফল করতে হলে শৃঙ্খলা, শান্তি ও নিরাপত্তাসহ সব বিষয়কে মাথায় রাখতে হবে। এ জন্য এই কমিটিতে সব সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের সভাপতি এবং সাধারণ সম্পাদকদের অর্ন্তভুক্ত করে সমন্বয় করা হবে। সম্মেলনকে সৃশৃঙ্খলভাবে সম্পন্ন করার জন্য এ উপ-পরিষদে মোট ২ হাজার সদস্য নিয়ে গঠন করা হবে স্বেচ্ছাসেবক টিম। তারা শুধু সম্মেলন স্থল সোহরাওয়ার্দী উদ্যান নয়, ঢাকা সিটিকে শৃঙ্খলার আওতায় আনার জন্য কাজ করবেন।
শৃঙ্খলা উপ-পরিষদের সদস্য সচিব বলেন, এই ২ হাজার সদস্যকে ৮০টি গ্রুপে ভাগ করে দেওয়া হবে। প্রতিটি গ্রুপে ২৫ জন করে সদস্য থাকবেন। ২৫ জনের প্রতিটি গ্রুপে একজন করে টিম লিডার থাকবেন। যিনি গ্রুপের ২৫ জন সদস্যকে সমন্বয় করবেন। তিনি বলেন, ৫০০ সদস্য সম্মেলন স্থলে এবং তার আশেপাশে কাজ করবেন। এ ছাড়া, সম্মেলন স্থলের বাইরের বিভিন্ন প্রবেশপথে আরও ৫০০ সদস্য আলাদাভাবে দায়িত্ব পালন করবেন।
আরও পড়তে পারেন: সাইবার অপরাধে জড়িয়ে পড়ছে সরকারবিরোধী একটি মহলসাইবার ক্রাইম আতঙ্কে ক্ষমতাসীনরা
বাহাউদ্দিন নাছিম বলেন, কাউন্সিলে সারাদেশ থেকে কাউন্সিলর ও ডেলিগেট এবং বিদেশ থেকে অতিথিরা আসবেন। তারা যেন সম্মানের সঙ্গে সম্মেলন স্থলে এসে বসতে পারেন, সেজন্য সব ব্যবস্থা নেওয়া হবে। কাউন্সিলের শৃঙ্খলা ও নিরাপত্তার বিষয়টিকে গুরুত্বপূর্ণ দাবি করে তিনি বলেন, ১৯৮১ সালে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দলের সভাপতির দায়িত্ব গ্রহণের পর থেকে আজ পর্যন্ত দেশি-বিদেশি বিভিন্ন ষড়যন্ত্র হয়েছে। তা অব্যাহত আছে।
স্বেচ্ছাসেবক ও শৃঙ্খলা উপ-পরিষদের আহ্বায়ক আবুল হাসনাত আবদুল্লাহ বলেন, কাউন্সিলে ১ লাখ থেকে ২ লাখ কাউন্সিলর ও ডেলিগেট উপস্থিত হবেন। মহানগরীর যেসব পয়েন্ট দিয়ে তারা আসবেন তাদের সব রকম সহযোগিতা করা হবে।
সভায় আরও উপস্থিত ছিলেন ডা. বদিউজ্জামান ভুঁইয়া ডাবলু, সুজিত রায় নন্দী, ইকবালুর রহিম, মোল্লা মো. আবু কাওছার, পঙ্কজ দেবনাথ, নজরুল ইসলাম বাবু, আসলামুল হক আসলাম, বাহাদুর বেপারী, বদিউল আলম বুদু, মতিউর রহমান মতি, ইকবাল হোসেন অপু, নির্মল রঞ্জন গুহ, ফরিদুর রহমান খান ইরান, বিশ্বনাথ সরকার বিটু, ব্যারিস্টার সাজ্জাদ হোসেন প্রমুখ।