শিরোনাম:
ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ন ১৪৩১

Daily Pokkhokal
শুক্রবার, ৬ মে ২০১৬
প্রথম পাতা » » সম্প্রচার আইন বিষয়ে ঐকমত্য
প্রথম পাতা » » সম্প্রচার আইন বিষয়ে ঐকমত্য
২২৩ বার পঠিত
শুক্রবার, ৬ মে ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সম্প্রচার আইন বিষয়ে ঐকমত্য

 

---

ডেস্কঃ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর প্রেস ইন্সটিটিউট সভাকক্ষে সভাশেষে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এজন্য সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘এ আইন সম্প্রচার জগতকে নিরাপত্তা ও স্বাধীনতা দেবে, অনভিপ্রেত হস্তক্ষেপ থেকেও রক্ষা করবে। বিকাশমান ও প্রসারমান সম্প্রচারমাধ্যমের প্রাতিষ্ঠানিকীকরণের জন্য এ আইন। এর প্রয়োজনীয়তার বিষয়ে একমত হবার জন্য সবাইকে ধন্যবাদ।’

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান তার মতামতে আইনের খসড়াটিকে সুবিন্যস্ত ও ইতিবাচক বলে মন্তব্য করেন এবং আরো মত গ্রহণের মাধ্যমে এটি চুড়ান্ত করার পরামর্শ দেন।

নারী সাংবাদিক কেন্দ্র সভাপতি নাসিমুন আরা হক লাইসেন্স ও শেয়ার ছাড়াও সম্প্রচার ও ভাষার মানের বিষয়ে আইনের পরিধি ব্যাপ্ত করার পরামর্শ দেন।

প্রধান তথ্য কমিশনার অধ্যাপক ড. গোলাম রহমান তার নেতৃত্বে গঠিত পরিষদ প্রণীত সম্প্রচার আইনের খসড়া উত্থাপন করেন ও সকল অংশীজন মুক্ত আলোচনায় অংশ নেন।

তথ্য মন্ত্রণালয়ের সচিব মরতুজা আহমদ আগ্রহী সকলকে এ খসড়ার ওপর মতামত লিখিতভাবে প্রেরণের আহবান জানান।

তথ্য মন্ত্রণালয়ের সচিব মরতুজা আহমদের সভাপতিত্বে বৈঠকে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু প্রধান অতিথি হিসেবে এবং প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী বিশেষ অতিথি হিসেবে যোগ দেন।

দৈনিক সমকাল সম্পাদক গোলাম সারওয়ার, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান, তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ মোস্তফা জব্বার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শফিউল আলম ভুইয়া, ব্যারিস্টার তানজীব উল আলম, জাবি’র সহযোগী অধ্যাপক সাহাব এনাম খান, নারী সাংবাদিক কেন্দ্র সভাপতি নাসিমুন আরা হক, টিভি অনুষ্ঠান নির্মাতা সংগঠনের নেতা তারিক আনাম খান, চ্যানেল ২১ টিভি’র ব্যাবস্থাপনা পরিচালক আব্দুল্লাহ আল মমামুন কৌশিক, বাংলাদেশ অনলাইন মিডিয়া এসোসিয়েশন সভাপতি জয়ন্ত আচার্যসহ সম্প্রচারমাধ্যমের প্রতিনিধিরা বৈঠকে আইনের খসড়ার বিভিন্ন দিক নিয়ে আলোচনায় অংশ নেন।

প্রধান তথ্য কর্মকর্তা এ কে এম শামীম চৌধুরী, বাংলাদেশ সংবাদ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক মোঃ লিয়াকত আলী খান, বাংলাদেশ বেতারের মহাপরিচালক এ কে এম নেছার উদ্দিন ভূঁইয়া, অতিরিক্ত সচিব (সম্প্রচার) শাহজাদী আঞ্জুমান আরা, বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের মহাপরিচালক শাহ আলমগীর, সম্প্রচার গবেষক মোঃ আবুল হোসেন, অতিরিক্ত প্রধান তথ্য অফিসার মোঃ ইসতাক হোসেন, প্রধানমন্ত্রীর উপ প্রেসসচিব আশরাফুল আলম খোকন ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর প্রতিনিধিবৃন্দ বৈঠকে অংশগ্রহণ করেন।



এ পাতার আরও খবর

নানা আয়োজনে নববর্ষ বরণের প্রস্তুতি নানা আয়োজনে নববর্ষ বরণের প্রস্তুতি
রাশিয়া পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে প্রস্তুত রাশিয়া পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে প্রস্তুত
পুতিনের বিরুদ্ধে সুরক্ষার জন্য যুক্তরাজ্যের পারমাণবিক প্রতিরোধকে জোরদার করার প্রতিশ্রুতি দিয়েছেন সুনাক পুতিনের বিরুদ্ধে সুরক্ষার জন্য যুক্তরাজ্যের পারমাণবিক প্রতিরোধকে জোরদার করার প্রতিশ্রুতি দিয়েছেন সুনাক
মস্কোর কনসার্ট হলে হামলায় আদালতে  তিনজন সন্দেহভাজন দোষী সাব্যস্ত মস্কোর কনসার্ট হলে হামলায় আদালতে তিনজন সন্দেহভাজন দোষী সাব্যস্ত
কনসার্ট হল গণহত্যার সন্দেহভাজনদের আদালতে হাজির, মৃতের সংখ্যা বাড়ছে কনসার্ট হল গণহত্যার সন্দেহভাজনদের আদালতে হাজির, মৃতের সংখ্যা বাড়ছে
গণতান্ত্রিক প্রক্রিয়ায় ‘চীনা হস্তক্ষেপ “নিয়ে নিষেধাজ্ঞার দিকে নজর দেবে যুক্তরাজ্য গণতান্ত্রিক প্রক্রিয়ায় ‘চীনা হস্তক্ষেপ “নিয়ে নিষেধাজ্ঞার দিকে নজর দেবে যুক্তরাজ্য
মস্কো হামলার পর ইসলামিক স্টেট নিয়ে যুক্তরাজ্যের ‘একেবারে’ উদ্বিগ্ন হওয়া উচিতঃ হান্ট মস্কো হামলার পর ইসলামিক স্টেট নিয়ে যুক্তরাজ্যের ‘একেবারে’ উদ্বিগ্ন হওয়া উচিতঃ হান্ট
ন্যাটোর মিত্র রাশিয়ার সঙ্গে ‘সরাসরি যুদ্ধ’ বাধাগ্রস্ত করার জন্য মর্মান্তিক সতর্কতা জারি করেছে ন্যাটোর মিত্র রাশিয়ার সঙ্গে ‘সরাসরি যুদ্ধ’ বাধাগ্রস্ত করার জন্য মর্মান্তিক সতর্কতা জারি করেছে
চীনের  গণতান্ত্রিক প্রক্রিয়া বিঘ্নিত করার সঙ্গে জড়িত থাকার অভিযোগ আনা ব্যক্তিদের বিরুদ্ধে সোমবার নিষেধাজ্ঞা আরোপ করবে ব্রিটেন চীনের গণতান্ত্রিক প্রক্রিয়া বিঘ্নিত করার সঙ্গে জড়িত থাকার অভিযোগ আনা ব্যক্তিদের বিরুদ্ধে সোমবার নিষেধাজ্ঞা আরোপ করবে ব্রিটেন
রমজানে হামলা সহিংসতায় ইন্ধন জোগাচ্ছে রমজানে হামলা সহিংসতায় ইন্ধন জোগাচ্ছে

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)