শিরোনাম:
ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩১

Daily Pokkhokal
শুক্রবার, ১৩ মে ২০১৬
প্রথম পাতা » অর্থনীতি | ব্যাংক-বীমা | ব্রেকিং নিউজ » আবারো ব্যাংকে হ্যাকার হামলা
প্রথম পাতা » অর্থনীতি | ব্যাংক-বীমা | ব্রেকিং নিউজ » আবারো ব্যাংকে হ্যাকার হামলা
৩৬৬ বার পঠিত
শুক্রবার, ১৩ মে ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আবারো ব্যাংকে হ্যাকার হামলা

---

পক্ষকাল ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির পর এবার হ্যাকার হামলা হয়েছে একটি বাণিজ্যিক ব্যাংকে। সোসাইটি ফর ওয়ার্ল্ডওয়াইড ইন্টারব্যাংক ফাইন্যানশিয়াল টেলিকমিউনিকেশন (সুইফট) জানিয়েছে, এবার একটি বাণিজ্যিক ব্যাংক হ্যাকারদের ম্যালওয়্যার হামলার শিকার হয়েছে।এছাড়া নিউইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে বাংলাদেশ ব্যাংকের টাকা চুরির মতো একইভাবে এই হামলা হয়েছে বলেও উল্লেখ করেছেন সুইফটের মুখপাত্র নাতাশা টেরান।বিশ্বজুড়ে ১১ হাজার ব্যাংককে যুক্ত করা সুইফটের মুখপাত্র নাতাশা টেরানের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স ব্যাংকে হ্যাকার হামলার এই খবরটি দিয়েছে। হ্যাকারদের ম্যালওয়ার হামলার শিকার এবারের ব্যাংকটি একটি বাণিজ্যিক ব্যাংক বলে জানালেও তার কোনো নাম জানাননি নাতাশা। এছাড়া হ্যাকার হামলার শিকার ওই ব্যাংক থেকে কোনো টাকা খোয়া গেছে কি না, তার পরিমাণ কত-এসব প্রশ্নেরও স্পষ্ট কোনো উত্তর জানা যায়নি।গত ফেব্রুয়ারিতে সুইফট মেসেজিং সিস্টেমের মাধ্যমে ভুয়া বার্তা পাঠিয়ে ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্কে রাখা বাংলাদেশের রিজার্ভের ১০ কোটি ১০ লাখ মার্কিন ডলার চুরি হয়।

চুরি যাওয়া ওই অর্থের মধ্যে শ্রীলঙ্কা থেকে দুই কোটি ডলার উদ্ধার করা হয়েছে। আর ফিলিপাইনে চলে যাওয়া আট কোটি ১০ লাখ ডলারের সিংহভাগেরই কোনো হদিস মিলছে না। এ ঘটনায় আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ ও ফিলিপাইনে আলাদা তদন্ত চলছে।

আবারো ব্যাংকে হ্যাকার হামলা

২০১৬ মে ১৩ ১৭:৫৬:০৩

আবারো ব্যাংকে হ্যাকার হামলা

নিউজ ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির পর এবার হ্যাকার হামলা হয়েছে একটি বাণিজ্যিক ব্যাংকে। সোসাইটি ফর ওয়ার্ল্ডওয়াইড ইন্টারব্যাংক ফাইন্যানশিয়াল টেলিকমিউনিকেশন (সুইফট) জানিয়েছে, এবার একটি বাণিজ্যিক ব্যাংক হ্যাকারদের ম্যালওয়্যার হামলার শিকার হয়েছে।

এছাড়া নিউইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে বাংলাদেশ ব্যাংকের টাকা চুরির মতো একইভাবে এই হামলা হয়েছে বলেও উল্লেখ করেছেন সুইফটের মুখপাত্র নাতাশা টেরান।

বিশ্বজুড়ে ১১ হাজার ব্যাংককে যুক্ত করা সুইফটের মুখপাত্র নাতাশা টেরানের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স ব্যাংকে হ্যাকার হামলার এই খবরটি দিয়েছে। হ্যাকারদের ম্যালওয়ার হামলার শিকার এবারের ব্যাংকটি একটি বাণিজ্যিক ব্যাংক বলে জানালেও তার কোনো নাম জানাননি নাতাশা। এছাড়া হ্যাকার হামলার শিকার ওই ব্যাংক থেকে কোনো টাকা খোয়া গেছে কি না, তার পরিমাণ কত-এসব প্রশ্নেরও স্পষ্ট কোনো উত্তর জানা যায়নি।

গত ফেব্রুয়ারিতে সুইফট মেসেজিং সিস্টেমের মাধ্যমে ভুয়া বার্তা পাঠিয়ে ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্কে রাখা বাংলাদেশের রিজার্ভের ১০ কোটি ১০ লাখ মার্কিন ডলার চুরি হয়।

চুরি যাওয়া ওই অর্থের মধ্যে শ্রীলঙ্কা থেকে দুই কোটি ডলার উদ্ধার করা হয়েছে। আর ফিলিপাইনে চলে যাওয়া আট কোটি ১০ লাখ ডলারের সিংহভাগেরই কোনো হদিস মিলছে না। এ ঘটনায় আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ ও ফিলিপাইনে আলাদা তদন্ত চলছে।

- See more at: http://www.bd24live.com/bangla/article/90710/index.html#sthash.g9sV47w0.dpuf



আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)