কুমিল্লা বোর্ডে জেএসসিতে পাসের হার ৯৩.৭৫
শাহাদাৎ হোসেন সাকু , কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লা শিক্ষা বোর্ডে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি)পরীক্ষায় পাসের হার ৯৩ দশমিক ৭৫। এবার বোর্ড সেরা হয়েছে কুমিল্লা জিলা স্কুল।
কুমিল্লা বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ১৭ হাজার দুইশ’ ৬৪ জন। এ শিক্ষা বোর্ডের আওতাধীন ছয় জেলায় দুই লাখ ২৩ হাজার তিনশ’ ৯৮ জন পরীক্ষার্থী অংশ নেয়। তার মধ্যে পাস করেছে দুই লাখ নয় হাজার চারশ’৪৬জন। ছাত্রদের পাসের হার ৯৪ দশমিক ৭৫ ভাগ এবং ছাত্রীদের পাসের হার ৯৩ ভাগ।
ছাত্রদের মধ্যে সাত হাজার একশ’ ১০ জন এবং ছাত্রীদের মধ্যে ১০ হাজার একশ’ ৫৪ জন জিপিএ-৫ পেয়েছে।
বোর্ডের আওতায় ছয়টি জেলা- কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, নোয়াখালী, ফেনী ও নোয়াখালীর এক হাজার সাতশ’ ৭৫টি প্রতিষ্ঠানের মধ্যে শতভাগ পাস করেছে পাঁচশ’২৭টি প্রতিষ্ঠান। শতভাগ শূন্য পাসের কোনো প্রতিষ্ঠান নেই।
বোর্ডের শীর্ষ ২০ প্রতিষ্ঠানের মধ্যে কুমিল্লা জিলা স্কুল প্রথম স্থান লাভ করেছে। এ প্রতিষ্ঠানের তিনশ’ ৭৯পরীক্ষার্থীর সবাই পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ৩৩৬জন।
কুমিল্লা জিলা স্কুলের প্রধান শিক্ষিকা রাশেদা আক্তার জানান, অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীদের পরিশ্রম এবং আন্তরিকতায় এ সফলতা এসেছে।