রবিবার, ২২ মে ২০১৬
প্রথম পাতা » অপরাধ | ব্রেকিং নিউজ | রাজনীতি » কুষ্টিয়ার চিকিৎসক হত্যায় আইএসের দায় স্বীকারের খবর
কুষ্টিয়ার চিকিৎসক হত্যায় আইএসের দায় স্বীকারের খবর
ওয়েভ ডেস্ক ঃ
ইসলামিক স্টেট (আইএস) কুষ্টিয়ার হোমিওপ্যাথ চিকিৎসক মীর সানোয়ার রহমান হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে বলে খবর দিয়েছে জঙ্গি তৎপরতা পর্যবেক্ষণকারী ওয়েবসাইট সাইট ইন্টেলিজেন্স গ্রুপ।
ঘটনার প্রায় ২৪ ঘণ্টা পর আইএসের ‘আমাক’ নিউজ এজেন্সিকে উদ্ধৃত করে সাইটের এই খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।
সাইটের ওয়েবসাইটে বলা হয়, “বাংলাদেশে আইএস যোদ্ধারা এক চিকিৎসককে হত্যা করেছে, যিনি পশ্চিমাঞ্চলের শহর কুষ্টিয়ায় ‘খ্রিস্ট ধর্ম’ প্রচার করত।”
শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে বটতৈল ইউনিয়নের শিশিরপাড়া মাঠ এলাকায় ৫৫ বছর বয়সী সানোয়ারকে কুপিয়ে হত্যা করা হয়। বাধা দিতে গেলে তার বন্ধু ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক সাইফুজ্জামানকে (৪৫) কুপিয়ে গুরুতর আহত করে হামলাকারীরা।
এই শিক্ষকের সহকর্মী সহকারী অধ্যাপক মঞ্জুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বাউল চর্চায় সম্পৃক্ত সানোয়ার ও সাইফুজ্জামানের মধ্যে বন্ধুত্ব দীর্ঘদিনের।
গত দুই বছরে পীর, ফকির ও বাউলসহ সুফিবাদী ধারার বেশ কয়েকজন মানুষকে হত্যার মতো কুষ্টিয়ার এ ঘটনাতেও জঙ্গিবাদীদের হাত থাকতে পারে বলে পুলিশের সন্দেহ।
এর আগে বাংলাদেশে লেখক, ব্লগার, শিক্ষক, অনলাইন অ্যাকটিভিস্ট ও ভিন্ন মতাবলম্বীদের অধিকাংশ হত্যাকাণ্ডের পর আইএস ও আল-কায়েদা ভারতীয় উপমহাদেশের (একিউআইএস) নামে দায় স্বীকারের বার্তা এসেছে।
সর্বশেষ ঘটনায় গত মাসে ইউএসএআইডি কর্মী জুলহাজ মান্নান ও তার বন্ধু নাট্যকর্মী মাহবুব রাব্বী তনয় হত্যার দায় স্বীকার করে শাখা একিউআইএস।এরা দুজনই সমকামী অধিকারকর্মী ছিলেন।
এই ধরনের ঘটনায় প্রথম একিউআইএসের নামে গত বছর ফেব্রুয়ারিতে বিজ্ঞান লেখক ও ব্লগার অভিজিৎ রায় হত্যার দায় স্বীকারের খবর আসে।
তবে সরকারের পক্ষ থেকে এই দাবি নাকচ করে বরাবরই বলা হয়েছে, বাংলাদেশে বাইরের কোনো জঙ্গি গোষ্ঠীর কোনো অস্তিত্ব নেই। ‘দেশে জন্ম নেওয়া জঙ্গিরা’ এ ধরনের ঘটনা ঘটিয়ে থাকতে পারে।