শেষ বলে মুস্তাফিজদের হার
ডেস্কঃ
১৯তম ওভারে দারুণ বোলিং করে ম্যাচ জমিয়ে তুলেছিলেন মুস্তাফিজুর রহমান। শেষ ওভারের শুরুতে আশা ধরে রাখেন ভুবনেশ্বর কুমারও। কিন্তু শেষ রক্ষা হয়নি, শেষ দুই বলে চার হাঁকিয়ে দিল্লি ডেয়ারডেভিলসকে দারুণ জয় এনে দেন করুন নায়ার।
কয়েকটি সহজ ক্যাচ হাতছাড়া করা সানরাইজার্স হায়দরাবাদের হারটি ৬ উইকেটের।
জয়ের জন্য শেষ দুই ওভারে ১৬ রান প্রয়োজন ছিল দিল্লির। ১৯তম ওভারটি করতে এসে প্রথম বলটি ডট করেন মুস্তাফিজ। পরের বলে ফিরিয়ে দেন বিপজ্জনক কার্লোস ব্র্যাথওয়েটকে। তার শেষ চার বল থেকে দিল্লির ব্যাটসম্যানরা ৫ রান নিলেও তখনও ম্যাচে ভালোভাবেই ছিল হায়দরাবাদ।
চার ওভারে ২৪ রান দিয়ে এক উইকেট নেন মুস্তাফিজ।
শেষ ওভারের প্রথম ৪ বলে ৫ রান দিয়ে চাপটা ধরে রাখেন ভুবনেশ্বর। কিন্তু শেষ দুই বলে চার হাঁকিয়ে জয়ের হাসিতেই মাঠ ছাড়েন নায়ার। এই ম্যাচ সেরা খেলোয়াড় ৫৯ বলে করেন ৮৩ রান। তার ইনিংসটি সাজানো ৮টি চার ও তিনটি ছক্কায়।
এর আগে শুক্রবার রায়পুরের শহিদ বির নারায়ন সিং ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১৫৮ রান করে হায়দরাবাদ।
সর্বোচ্চ ৭৩ রান করেন অধিনায়ক ডেভিড ওয়ার্নার। তার ৫৬ বলের ইনিংসটি ৮টি চার ও একটি ছক্কা সমৃদ্ধ।
হায়দরাবাদের প্রথম আট ব্যাটসম্যানের সাত জনই দুই অঙ্কে যান। কিন্তু ওয়ার্নার ছাড়া কেউই বিশের ঘরে যেতে পারেননি। দ্বিতীয় সর্বোচ্চ ১৮ রান করেন মোইজেস হেনরিকস।
জবাবে ৪ উইকেট হারিয়ে শেষ বলে লক্ষ্যে পৌঁছে দিল্লি।
নায়ারের সঙ্গে ৭৩ রানের জুটি গড়া ঋষভ পান্ত করেন ৩২ রান। জেপি দুমিনির ব্যাট থেকে আসে ১৭ রান।