মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০১৪
প্রথম পাতা » অর্থনীতি | ব্যাংক-বীমা » ওয়েব আর্কাইভ ৭১বাংলাদেশ.কম এর উদ্বোধন করলেন গভর্নর
ওয়েব আর্কাইভ ৭১বাংলাদেশ.কম এর উদ্বোধন করলেন গভর্নর
পক্ষকাল প্রতিবেদক:
মুক্তিযুদ্ধের স্মৃতি লালনে অর্থ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সামাজিক দায়বদ্ধতা তহবিল (সিএসআর) থেকে এ অর্থ দেয়া হয় বলে জানিয়েছেন গভর্নর ড. আতিউর রহমান। মুক্তিযুদ্ধভিত্তিক ওয়েব আর্কাইভ ৭১বাংলাদেশ.কম এর উদ্বোধনকালে গভর্নর বলেন, কিছু দিন আগে এ কাজে ৭ লাখ টাকা দিয়ে সহায়তা করা হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের কাজে সহায়তা অব্যাহত থাকবে বলে জানান তিনি। এছাড়া, আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ জাদুঘর নির্মাণে বাংলাদেশ ব্যাংক নিজে ৫০ লাখ টাকা এবং বাংলাদেশ ব্যাংকের মধ্যস্থতায় সকল আর্থিক প্রতিষ্ঠান ১ কোটি ৭২ লাখ টাকা অনুদান দিয়েছে। এর আগে ব্যাংকগুলোও মুক্তিযুদ্ধ জাদুঘরের উন্নয়নে মোটা অঙ্কের আর্থিক সহায়তা প্রদান করেছে। এভাবে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণে সমাজের সকল অংশের অংশগ্রহণে আমরা সত্যিই আশান্বিত। বাংলাদেশের ব্যাংকিং খাত যে মুক্তিযুদ্ধের চেতনা সংরক্ষণ ও প্রসারে এভাবে এগিয়ে আসছে সে জন্য আমরা সত্যি গর্বিত।