কোহলি বীরত্বে শেষ চারে আরসিবি
পক্ষকাল ডেস্কঃ
ম্যাচ হারলে বিদায়। জিতলে শেষ চারে। এমন সমীকরণে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু দ্বিতীয়টি-ই করেছে।ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দলটি অধিনায়ক কোহলির ব্যাটিং বীরত্বে সেমিফাইনালে ওঠে গেছে। পয়েন্ট টেবিলে তাদের অবস্থান দ্বিতীয়।
রোববার রাতে রায়পুরে জহির খানের দিল্লি ডেয়ারডেভিলসকে ৬ উইকেটে হারায় আরসিবি।
টস হেরে কুইনটন ডি ককের ৬০ রানে ভর করে দিল্লি ৮ উইকেটে ১৩৮ রান করে, যা ১১ বল বাকি থাকতেই তুলে নেয় কোহলির দল।
এদিন ক্রিস গেইল, এবি ডি ব্যর্থ হলেও দারুণ ধারাবাহিকতার পরিচয় দেয়া কোহলি ৫৪ রানে অপরাজিত থেকে জয় নিয়ে মাঠ ছাড়েন। এছাড়া লোকেশ রাহুল ৩৮ রান করেন।
এর আগে অবশ্য মুস্তাফিজুর রহমানের সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে শেষে চারে জায়গা করে নিয়েছে কলকাতা।
ফলে প্লে অফের সেরা চার দল হল- গুজরাট লায়ন্স, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, সানরাইজার্স হায়দরাবাদ ও কলকাতা নাইট রাইডার্স।