সোমবার, ২৩ মে ২০১৬
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » স্বাস্থ্যমন্ত্রীর পায়ে শ্যামল ভক্তের ছবি নিয়ে তোলপাড়
স্বাস্থ্যমন্ত্রীর পায়ে শ্যামল ভক্তের ছবি নিয়ে তোলপাড়
পক্ষকাল প্রতিবেদক : নারায়ণগঞ্জের পিয়ার সাত্তার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে কান ধরে ওঠবস করিয়ে খবরের শিরোনাম হয়েছিলেন স্থানীয় সংসদ সদস্য সেলিম ওসমান ও ভুক্তভোগী শিক্ষক শ্যামল কান্তি ভক্ত। সারাদেশে এই নিন্দনীয় ঘটনার প্রতিবাদ এখনো চলছে। সংসদ সদস্যের বহিষ্কারও দাবি করা হচ্ছে আওয়ামী লীগ- বিএনপি ও বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে।
তবে এই ঘটনার সাতদিন পর সেই শিক্ষক নিজেই একমন্ত্রীর পায়ে মাথা ঠেকিয়ে আবার আলোচনার শীর্ষে ওঠলেন।
শুক্রবার সকালে উন্নত চিকিৎসার জন্য নারায়ণগঞ্জ থেকে ঢাকা মেডিকেল কলেজে আনা হয় প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে। রোববার স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান গিয়েছিলেন শ্যামল কান্তি ভক্তকে সান্ত্বনা জানাতে। বিএনপি নেতা মাহবুবকে দেখে শ্যামল ভক্ত স্বাভাবিক আচরণ করলেও স্বাস্থ্যমন্ত্রীকে কাছে পেয়ে শ্যামল ভক্ত বিছানা থেকে ওঠে তার পায়ে মাথা দিয়ে নুয়ে পড়েন। এই ছবি মুহুর্তেও মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়।
একজন শিক্ষককে কানে ধরানো প্রতিবাদে সারাদেশে যেখানে প্রতিবাদের ঝড় ওঠেছে। সরকারি তদন্ত কমিটির প্রতিবেদনও শিক্ষকের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগের প্রমাণ মেলেনি। সেখানে স্বেচ্ছায় মন্ত্রীর পায়ে মাথা নোয়ানোর কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে তোলপাড়।
রোববার রাতেই মন্ত্রী নাসিমের পায়ে শ্যামল ভক্তের মাথা নোয়ানো এই ছবি বিভিন্ন টিভি চ্যানেল ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল আকারে ছড়িয়ে পড়ে। হাজার হাজার মন্তব্য আসতে থাকে ছবির নিচে। সবার প্রশ্ন, যে স্যারকে কানে ধরানোর প্রতিবাদে সারা জাতি এর নিন্দা জানাচ্ছে। পুরো দেশবাসী কানে ধরে ওঠছেন বসছেন। সেখানে একই শিক্ষক যেভাবে স্বেচ্ছায় মন্ত্রী