হারতাল প্রত্যাহারের আহ্বান এফবিসিসিআই’র
পক্ষকাল প্রতিবেদক :
সার্বিক অর্থনৈতিক উন্নয়নের ধারা সমুন্নত রাখার স্বার্থে হরতাল প্রত্যাহারের আহ্বান জানিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)।
মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানিয়েছে সংগঠনটি।
মানবতাবিরোধী অপরাধে জামায়াত নেতা এ টি এম আজহারুলের ফাঁসির রায়ের প্রতিবাদে বুধ-বৃহস্পতিবার সারাদেশে হরতাল ডেকেছে বাংলাদেশ জামায়াতী ইসলামী।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জামায়াতে ইসলামীর ডাকা আগামী বুধবার ও বৃহস্পতিবার দেশব্যাপী হরতাল ডাকায় এফবিসিসিআই গভীর উদ্বেগ প্রকাশ করছে। বিচারিক রায়কে কেন্দ্র করে হরতাল আহ্বান কোনভাবেই গ্রহনযোগ্য নয়। দেশের প্রচলিত আইন অনুযায়ী সংক্ষুদ্ধ ব্যক্তির উচ্চ আদালতে যাওয়ার সুযোগ রয়েছে। বিচারের রায়কে কেন্দ্র করে নেতিবাচক কর্মসূচী গ্রহন করার মাধ্যমে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টির প্রয়াস কোনভাবেই কাম্য নয়।
হরতালের মতো নেতিবাচক রাজনৈতিক কর্মকান্ডে দেশের আইন-শৃংখলা পরিস্থিতির অবনতি হওয়ার পাশাপাশি জানমালের ব্যাপক ক্ষতি হয়ে থাকে। ইতিমধ্যে ২০ দলীয় জোট কর্তৃক পালিত গত রোববারের হরতালে নোয়াখালীতে পিকেটারের ঢিলে স্কুল শিক্ষিকা শামছুন নাহার নিহত হয়েছেন যা অপূরনীয় ক্ষতি।
দেশের বর্তমান স্থিতিশীল অর্থনীতিকে রাজনৈতিক কর্মসূচীর নামে কোন নৈরাজ্যকর পরিস্থিতি ব্যবসায়ী সমাজ ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করবে।
হরতালে দেশের অর্থনৈতিক ও বানিজ্যিক কার্যক্রম ভীষনভাবে বিঘিœত হবে এবং তা সামগ্রিকভাবে অর্থনীতি, বানিজ্য ও নাগরিক কর্মকান্ডকে ক্ষতিগ্রস্থ করবে। বেসরকারী খাত দেশের অর্থনৈতিক উন্নয়নে ক্রমাগত ভূমিকা রেখে চলেছে। হরতাল কর্মসূচী বেসরকারী খাতের কর্মকান্ডকে বাধাগ্রস্থ করবে। এ অবস্থায় আগামী দেশব্যাপী ডাকা হরতাল প্রত্যাহারের জন্য সংশ্লিষ্ট রাজনৈতিক দলকে প্রতি এফবিসিসিআই উদাত্ত্ব আহ্বান জানাচ্ছে।