ফাইনালে মাঠে নামবে মুস্তাফিজ, চিন্তিত বেঙ্গালুরু!
ডেস্ক: মুস্তাফিজুর রহমান একাদশে খেলবেন না এটা যে কোন প্রতিপক্ষ ব্যাটিং লাইনআপের জন্য সুখবর। কারন তার বিষাক্ত স্লোয়ার, মায়াবী কাটার আর ভয়ঙ্কর ইর্য়কার ব্যাটসম্যানদের সামাল দিতে হবে না।তবে আরসিবির জন্য চিন্তার কারন হ্যামস্ট্রিং ইনজুরির কাটিয়ে মুস্তাফিজ এখন অনেকটা সুস্থ। ফাইনাল ম্যাচে কাটার মাষ্টারকে মাঠে দেখা যেতে পারে।তাকে নিয়ে সাজাতে হবে গেইল-বিরাট-ডিভিলির্য়াসদের
আলাদা পরিকল্পনা।এবারের আসরে আরসিবির সাথে প্রথম পর্বে দু‘বার দেখায় দারুন বল করেছেন মুস্তাফিজ।দুইবারের দেখায় ১টি সানরাইজার্স ও অপরটি বেঙ্গালরু জেতে।দুই ম্যাচে তিন উইকেট নেয় মু্স্তাফিজ এবং বেশ ইকোনোমি বোলিং করেন।
উল্লেখ্য, দ্বিতীয় প্লে-অফে ইনজুরির কারনে গুজরাট লায়ন্সের বিপক্ষে দলে ছিলেন না কাটার মাস্টার মুস্তাফিজ। তবে ওয়ার্নারের ব্যাটের উপর ভর করে ফাইনালে ঠিকই জায়গা করে নিয়েছে মুস্তাফিজের দল। আর ফাইনালে দলের হয়ে মাঠে নামবেন এই কাটার মাস্টার। এমনটাই জানালেন দলের অধিনায়ক।
হায়দরাবাদ অধিনায়ক বলেন, অনুশীলনের সময় সামান্য হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়ায় আমরা মুস্তাফিজকে নিয়ে ঝুকি নেইনি। তবে পুরোপুরি সুস্থ হয়েই ফাইনালে আবারো মাঠে নামবেন ফিজ এমনটা আশা মুস্তাফিজের।