একটি ছবি দিয়েই কোটি বাঙালির হৃদয়ে জাস্টিন ট্রুডো
ডেস্ক: একটি ছবি দিয়েই যেন কোটি বাঙালির মন জয় করে নিয়েছেন জাস্টিন ট্রুডো। জি-৭ সম্মেলনের আউটরিচ বৈঠকে গিয়ে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রডোর একটি ছবি ভেসে বেড়াচ্ছে গোটা ইন্টারনেট দুনিয়ায়। কি যেন একটা কথায় হাসির রেখা ফুটে ওঠে দুই প্রধানমন্ত্রীর মুখেই। আর ঠিক সেই সময়েই ক্যামেরায় ক্লিক।
এর বাইরে এ সম্মেলনের আরো কিছু ছবি বেশ আলোচিত হচ্ছে সামাজিক যোগাযোগের মাধ্যমে।
বাংলাদেশের মুক্তিযুদ্ধের বন্ধু ছিলেন জাস্টিনের বাবা কানাডার সাবেক প্রধানমন্ত্রী পিয়েরে ট্রুডো। পিয়েরে ট্রুডোকে আধুনিক কানাডার রূপকার বলা হয়। বাংলাদেশের স্বাধীনতা-সংগ্রামে বিশেষ অবদানের জন্য ১২৯ জন বিদেশি নাগরিক ও প্রতিষ্ঠানকে স্বাধীনতা মৈত্রী সম্মাননা পদক দেয় বাংলাদেশ। জাস্টিনের বাবা সেই পদকে ভূষিত হয়েছেন।