মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০১৪
প্রথম পাতা » রাজনীতি » মহাসমাবেশ সফল করতে জামায়াতকে হরতাল প্রত্যাহারের আহ্বান জাতীয় পার্টির
মহাসমাবেশ সফল করতে জামায়াতকে হরতাল প্রত্যাহারের আহ্বান জাতীয় পার্টির
পক্ষকাল প্রতিবেদক:
জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু বৃহস্পতিবার জামায়াতে ইসলামীর ডাকা হরতাল প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, আমরা দেড় মাস আগে কর্মসূচি দিয়েছি। আমরা কারও কর্মসূচিতে পাল্টা কর্মসূচি দেই না। তাই আমরা জামায়াতকে হরতাল প্রত্যাহারের আহ্বান জানাচ্ছি।
মঙ্গলবার দুপুরে কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে দলটির মহাসমাবেশ পূর্ব সংবাদ সম্মেলনে এ আহ্বান করেন বাবলু। ১ জানুয়ারি বিকেল ২ টায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এই মহাসমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা। মহাসমাবেশে প্রধান অতিথি থাকবেন দলটির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।
জিয়াউদ্দিন আহমেদ বাবলু বলেন, যুদ্ধাপরাধীদের রায়ে আমরা সন্তুষ্ট। আমরা সকল যুদ্ধাপরাধীর বিচার চাই। বিএনপির হরতাল কেউ মানেনি। জামায়াতের হরতালও কেও মানবে না।
বাবলু বলেন, প্রত্যেক দলেরই সভা-সমাবেশের অধিকার রয়েছে। তবে, খালেদা জিয়া যেটা ১৯৯১ সালে সৃষ্টি করেছিলেন এখন সেটাই হচ্ছে। সে সময় আমাদেরকে তিনি কোনো সমাবেশ করতে দেননি। তখন তো তার আজকের কথা মনে ছিল না। উনার জন্য আমার দুঃখ হয়।
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বৃহস্পতিবার এরশাদ আওয়ামী লীগ-বিএনপির ২৪ বছরের দুঃশাসনের অবসান ঘটানোর মহাসমাবেশ করবেন দাবি করে জিয়াউদ্দিন বাবলু বলেন, আমরা এদেশের রাজনীতির কালচার পরিবর্তন করবো। ২৪ বছরের আওয়ামী লীগ-বিএনপির দুঃশাসনের অবসান ঘটানোর সমাবেশ আমরা বৃহস্পতিবার করবো। ওইদিন হবে সূচনা।
বাবলু বলেন, আমরা যখন ক্ষমতা ছাড়লাম তখন আমাদের কোনো সভা-সমাবেশ করতে দেওয়া হয়নি। সায়েদাবাদে আমাদের উপর রাষ্ট্রীয় সন্ত্রাস চালানো হয়েছে। কিন্তু আমরা গাড়ি পোড়াইনি। মানুষকে পুড়িয়ে হত্যা করিনি। দলীয় কর্মসূচির নামে সন্ত্রাস গণতন্ত্রের ভাষা নয়।
১ তারিখের সমাবেশ স্মরণকালের বৃহৎ সমাবেশ হবে দাবি করে বাবলু বলেন,ঢাকা ও ঢাকার আশে-পাশের জেলাগুলো থেকে লোকজন ওই সমাবেশে যোগ দিবেন। ১০ লাখের বেশি লোক সমাবেশে আসবেন।
সমাবেশের অর্থের উৎস সম্পর্কে বাবলু বলেন, আমাদের দলের নেতা-কর্মীরাই আমাদের অর্থের উৎস। তারা সবাই টাকা দিয়েছেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জাপার প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, এম এ হান্নান এমপি, যুগ্ন মহাসচিব ইকবাল হোনেস রাজু, এস এম ফয়শল চিশতী, যুব সংহতির সভাপতি এডভোকেট রেজাউল ইসলাম ভুইয়া, সাধারণ সম্পাদক বেলাল হোসেন, ছাত্র সমাজের সভাপতি সৈয়দ ইফতেকার আহসান হাসান, সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিরু, মহিলা পার্টির সাধারণ সম্পাদক মৌসুমী হুসেইন অনন্যা প্রমুখ।