শিরোনাম:
ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ন ১৪৩১

Daily Pokkhokal
বৃহস্পতিবার, ৯ জুন ২০১৬
প্রথম পাতা » বিশ্ব সংবাদ | ব্রেকিং নিউজ | রাজনীতি » আমরা একটি মাইলফলকে পৌঁছেছি : হিলারি
প্রথম পাতা » বিশ্ব সংবাদ | ব্রেকিং নিউজ | রাজনীতি » আমরা একটি মাইলফলকে পৌঁছেছি : হিলারি
২৩৭ বার পঠিত
বৃহস্পতিবার, ৯ জুন ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আমরা একটি মাইলফলকে পৌঁছেছি : হিলারি


ডেস্কঃঃ---
নারীদের জন্য ঐতিহাসিক একটি মুহূর্ত উপহার দেওয়ার পর্যায়ে পৌঁছাতে সাহায্য করার জন্য নিজের সমর্থকদের ধন্যবাদ জানিয়েছেন হিলারি ক্লিনটন। আর সেই পর্যায়টি হচ্ছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমক্রেটিক পার্টি থেকে মনোনয়ন। মঙ্গলবার নিউ ইয়র্কের ব্রুকলিনে এক উৎসবমুখর অনুষ্ঠানে নিজেকে ডেমক্রেটিক পার্টির মনোনীত প্রেসিডেন্ট পদপ্রার্থী বলে ঘোষণা করেছেন হিলারি ক্লিনটন।যুক্তরাষ্ট্রের ২২৭ বছরের ইতিহাসে এই প্রথম একজন সম্ভাব্য নারী প্রেসিডেন্ট পদপ্রার্থী দেশটির একটি প্রধান দলকে নেতৃত্ব দিতে যাচ্ছেন। এ পর্যায়ে আসতে নিজের ভূমিকাকে ব্রুকলিনের এই অনুষ্ঠানে উদযাপন করেছেন হিলারি।বিবিসি বলছে, উৎফুল্ল সমর্থকদের উদ্দেশে হিলারি বলেন, ‘আপনাদের ধন্যবাদ, আমরা একটি মাইলস্টোনে পৌঁছেছি।’
তিনি বলেন, ‘আমাদের জাতির ইতিহাসে প্রথমবারের মতো একজন নারী একটি প্রধান দলের মনোনীত প্রার্থী হতে যাচ্ছে।’ নিউ জার্সি অঙ্গরাজ্যের মনোনয়ন ভোটাভুটিতে প্রতিদ্বন্দ্বী বার্নি স্যান্ডার্সকে পরাজিত করার কিছুক্ষণ পর ৬৮ বছর বয়সী হিলারি এসব কথা বলেন। সিএনএন প্রকাশিত ফলাফলে দেখা যায়, নিউ জার্সিরপ্রাইমারির ৯৮ শতাংশ ভোট গণনার পর হিলারির পক্ষে ৬৩ শতাংশ ভোট এবং স্যান্ডার্সের পক্ষে ৩৭ শতাংশ ভোট পড়েছে। রাজ্যেটিতে হিলারিকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। এর আগে সোমবার প্রভাবশালী একটি আন্তর্জাতিক বার্তা সংস’া জানিয়েছিল, ডেমক্রেটিক পার্টির মনোনয়ন পাওয়ার জন্য প্রয়োজনীয় ২,৩৮৩টি ডেলিগেট ভোট সংগ্রহ করে নিয়েছেন হিলারি। মঙ্গলবার যুক্তরাষ্ট্রে ছয়টি অঙ্গরাজ্যে ডেমক্রেটিক দলের প্রাইমারি ভোটাভুটি অনুষ্ঠিত হয়। এসব অঙ্গরাজ্যের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্যালিফোর্নিয়াও আছে। এখানে দলটির দুই মনোনয়ন প্রত্যাশীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে ধারণা করা হচ্ছিল, স্যান্ডার্স রাজ্যটিতে জয় পাবেন বলে আশাবাদী ছিলেন। তবে ৩২ শতাংশ ভোট গণনার পর অঙ্গরাজ্যটিতে হিলারি ৬২ শতাংশ ভোট পেয়ে এগিয়ে ছিলেন, স্যান্ডার্স পেয়েছেন ৩৭ শতাংশ ভোট। অপর চারটি রাজ্যের মধ্যে নিউ মেক্সিকোতে ৫২ শতাংশ ভোট পেয়ে হিলারি জয়ী হন, স্যান্ডার্স পেয়েছেন ৪৮ শতাংশ ভোট; নর্থ ডাকোটায় ৬৪ শতাংশ ভোট পেয়ে জয়ী স্যান্ডার্স, হিলারি পেয়েছেন ২৬ শতাংশ ভোট। সাউথ ডাকোটায় হাড্ডাহাড্ডি লড়াইয়ে ৫১ শতাংশ ভোট পেয়ে জয়ী হিলারি, স্যান্ডার্স পেয়েছেন ৪৯ শতাংশ ভোট এবং মন্টানার ৫২ শতাংশ ভোট গণনার শেষে ৪৮ শতাংশ ভোট পেয়ে স্যান্ডার্স এগিয়ে রয়েছেন, ৪৭ শতাংশ ভোট পেয়ে হিলারিও তেমন পিছিয়ে নেই।
যুক্তরাষ্ট্রের সবচেয়ে জনবহুল অঙ্গরাজ্য ক্যালিফোর্নিয়ায় স্যান্ডার্স জয়ী হলেও হিলারিকে ধরতে পারবেন না। কিন’ এই জয়ে জুলাইয়ে দলের সম্মেলন পর্যন্ত হিলারির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা ধরে রাখার রসদ পেয়ে যাবেন স্যান্ডার্স।
আর এতে রিপাবলিকান দলের সম্ভাব্য প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে লড়াইয়ে হিলারিকে অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ হিসেবে তুলে ধরতে পারবেন তিনি। এই বিষয়টিকেই পুঁজি করে ২৭ জুলাই ডেমক্রেটিক পার্টির সম্মেলন পর্যন্ত লড়াই চালিয়ে যেতে চান ৭৪ বছর বয়সী ভারমন্টের সিনেটর স্যান্ডার্স। ওই সম্মেলনেই দলটির প্রেসিডেন্ট পদপ্রার্থীর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। আগামী মঙ্গলবার ডিস্ট্রিক্ট অব কলম্বিয়ায় ডেমক্রেটিক পার্টির শেষ প্রাইমারি ভোটাভুটি অনুষ্ঠিত হবে।



এ পাতার আরও খবর

নানা আয়োজনে নববর্ষ বরণের প্রস্তুতি নানা আয়োজনে নববর্ষ বরণের প্রস্তুতি
রাশিয়া পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে প্রস্তুত রাশিয়া পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে প্রস্তুত
পুতিনের বিরুদ্ধে সুরক্ষার জন্য যুক্তরাজ্যের পারমাণবিক প্রতিরোধকে জোরদার করার প্রতিশ্রুতি দিয়েছেন সুনাক পুতিনের বিরুদ্ধে সুরক্ষার জন্য যুক্তরাজ্যের পারমাণবিক প্রতিরোধকে জোরদার করার প্রতিশ্রুতি দিয়েছেন সুনাক
মস্কোর কনসার্ট হলে হামলায় আদালতে  তিনজন সন্দেহভাজন দোষী সাব্যস্ত মস্কোর কনসার্ট হলে হামলায় আদালতে তিনজন সন্দেহভাজন দোষী সাব্যস্ত
কনসার্ট হল গণহত্যার সন্দেহভাজনদের আদালতে হাজির, মৃতের সংখ্যা বাড়ছে কনসার্ট হল গণহত্যার সন্দেহভাজনদের আদালতে হাজির, মৃতের সংখ্যা বাড়ছে
গণতান্ত্রিক প্রক্রিয়ায় ‘চীনা হস্তক্ষেপ “নিয়ে নিষেধাজ্ঞার দিকে নজর দেবে যুক্তরাজ্য গণতান্ত্রিক প্রক্রিয়ায় ‘চীনা হস্তক্ষেপ “নিয়ে নিষেধাজ্ঞার দিকে নজর দেবে যুক্তরাজ্য
মস্কো হামলার পর ইসলামিক স্টেট নিয়ে যুক্তরাজ্যের ‘একেবারে’ উদ্বিগ্ন হওয়া উচিতঃ হান্ট মস্কো হামলার পর ইসলামিক স্টেট নিয়ে যুক্তরাজ্যের ‘একেবারে’ উদ্বিগ্ন হওয়া উচিতঃ হান্ট
ন্যাটোর মিত্র রাশিয়ার সঙ্গে ‘সরাসরি যুদ্ধ’ বাধাগ্রস্ত করার জন্য মর্মান্তিক সতর্কতা জারি করেছে ন্যাটোর মিত্র রাশিয়ার সঙ্গে ‘সরাসরি যুদ্ধ’ বাধাগ্রস্ত করার জন্য মর্মান্তিক সতর্কতা জারি করেছে
চীনের  গণতান্ত্রিক প্রক্রিয়া বিঘ্নিত করার সঙ্গে জড়িত থাকার অভিযোগ আনা ব্যক্তিদের বিরুদ্ধে সোমবার নিষেধাজ্ঞা আরোপ করবে ব্রিটেন চীনের গণতান্ত্রিক প্রক্রিয়া বিঘ্নিত করার সঙ্গে জড়িত থাকার অভিযোগ আনা ব্যক্তিদের বিরুদ্ধে সোমবার নিষেধাজ্ঞা আরোপ করবে ব্রিটেন
রমজানে হামলা সহিংসতায় ইন্ধন জোগাচ্ছে রমজানে হামলা সহিংসতায় ইন্ধন জোগাচ্ছে

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)