শিরোনাম:
ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩১

Daily Pokkhokal
সোমবার, ১৩ জুন ২০১৬
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » উগ্রবাদ নির্মূলে বিশ্বের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে উদ্যোগ নেওয়ার আহ্বান : খালেদা
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » উগ্রবাদ নির্মূলে বিশ্বের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে উদ্যোগ নেওয়ার আহ্বান : খালেদা
২১৮ বার পঠিত
সোমবার, ১৩ জুন ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

উগ্রবাদ নির্মূলে বিশ্বের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে উদ্যোগ নেওয়ার আহ্বান : খালেদা

ডেস্কঃ
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নৈশক্লাবে গুলি চালিয়ে ৫০ জনকে হত্যার নিন্দা জানিয়ে ---জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

যুক্তরাষ্ট্রে এই ধরনের ‘সন্ত্রাসী হামলা’য় বাংলাদেশিরাও উদ্বিগ্ন জানিয়ে সোমবার এক বিবৃতিতে এই আহ্বান জানান তিনি।

ফ্লোরিডার অরল্যান্ডোতে সমকামীদের ওই নৈশক্লাবে ওমর মতিন নামে যে আফগান বংশোদ্ভূত নির্বিচার গুলি চালিয়েছিল, তিনি আইএস সমর্থক বলে এফবিআইর সন্দেহ। আইএসও দাবি করেছে, মতিন তাদের লোক।

বিবৃতিতে খালেদা বলেন, “ফ্লোরিডার অরল্যান্ডো শহরে নাইটক্লাবে উগ্রবাদী দুষ্কৃতকারীদের হামলা শুধু অমানবিকই নয়, এটা কাপুরোষিত। উগ্রবাদের ভৌগলিক বিস্তৃতি খুব দ্রুতগতিতে অগ্রগতি লাভ করেছে।

“এদের কর্মকাণ্ড সারাবিশ্বকেই হুমকির মুখে ফেলেছে। আমরা মনে করি, এই হামলা সহিষ্ণুতা, সামাজিক সম্প্রীতি ও মানবতার উপর হামলা।”

বিএনপি চেয়ারপারসন বলেন, “সন্ত্রাসীদের কোনো রাষ্ট্রীয় সীমানা নেই। সারাবিশ্বকে অস্থিতিশীল করে সন্ত্রাসীরা নিজেদের মতাদর্শকে চাপিয়ে দিতে চায় মানুষের উপর। এটি করতে গিয়ে তারা আশ্রয় নিয়েছে হিংস্র পশুশক্তির।

“আন্তর্জাতিক সন্ত্রাসবাদের নেটওয়ার্ক গড়ে উঠেছে মধ্যযুগীয় অন্ধকার পরিব্যাপ্ত করার জন্য,” মন্তব্য করে তিনি বলেন, “শুভবুদ্ধিসম্পন্ন সকল মানুষ উদ্দীপ্ত বদ্ধপরিকরভাবে আন্তর্জাতিক সন্ত্রাসবাদকে চূড়ান্ত নির্মূল করতে না পারলে কালের পরম্পরায় বিশ্বব্যাপী মানুষের সকল অর্জন সন্ত্রাসাবাদের অন্ধগলিতে হারিয়ে যাবে।”

বাংলাদেশে সম্প্রতি সমকামী অধিকারকর্মীসহ লেখক, প্রকাশক, অনলাইন অ্যাক্টিভিস্ট, বিদেশি, হিন্দু পুরোহিত, খ্রিস্টান যাজক, বৌদ্ধ ভিক্ষু, শিয়া ও আহমদিয়া মুসলিমদের উপর হামলার ঘটনায় আইএস কিংবা আল কায়দার নামে দায় স্বীকারের বার্তা আসে।

তবে সরকারের পক্ষ থেকে ওইসব ঘটনায় আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠীর জড়িত থাকার সম্ভাবনা নাকচ করে বলা হচ্ছে, দেশীয় জঙ্গিরাই হামলা চালিয়ে আইএস-আল কায়দার নাম দিচ্ছে।

খালেদা বলেন, “ফ্লোরিডার এই মর্মান্তিক ও হৃদয়বিদাড়ক ঘটনা বাংলাদেশের জনগন ও বিএনপির সকল পর্যায়ের নেতা-কর্মীকে উদ্বিগ্ন করে তুলেছে।

“বন্দুকধারীর ওই হামলায় ব্যাপক হতাহতের ঘটনায় আমি দ্বিধাহীন কণ্ঠে তীব্র নিন্দা জ্ঞাপন করছি। এই নৃশংস ঘটনায় প্রকৃত দায়ী ও চক্রান্তকারীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।”

যুক্তরাষ্ট্রে সমকামীদের নৈশক্লাবে হামলার নিন্দা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও। তিনিও সমাজ থেকে এই ‘বিদ্বেষমূলক ঝুঁকি’ নির্মূলে ঐক্যবদ্ধ উদ্যোগ নিতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন।



এ পাতার আরও খবর

নানা আয়োজনে নববর্ষ বরণের প্রস্তুতি নানা আয়োজনে নববর্ষ বরণের প্রস্তুতি
রাশিয়া পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে প্রস্তুত রাশিয়া পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে প্রস্তুত
পুতিনের বিরুদ্ধে সুরক্ষার জন্য যুক্তরাজ্যের পারমাণবিক প্রতিরোধকে জোরদার করার প্রতিশ্রুতি দিয়েছেন সুনাক পুতিনের বিরুদ্ধে সুরক্ষার জন্য যুক্তরাজ্যের পারমাণবিক প্রতিরোধকে জোরদার করার প্রতিশ্রুতি দিয়েছেন সুনাক
মস্কোর কনসার্ট হলে হামলায় আদালতে  তিনজন সন্দেহভাজন দোষী সাব্যস্ত মস্কোর কনসার্ট হলে হামলায় আদালতে তিনজন সন্দেহভাজন দোষী সাব্যস্ত
কনসার্ট হল গণহত্যার সন্দেহভাজনদের আদালতে হাজির, মৃতের সংখ্যা বাড়ছে কনসার্ট হল গণহত্যার সন্দেহভাজনদের আদালতে হাজির, মৃতের সংখ্যা বাড়ছে
গণতান্ত্রিক প্রক্রিয়ায় ‘চীনা হস্তক্ষেপ “নিয়ে নিষেধাজ্ঞার দিকে নজর দেবে যুক্তরাজ্য গণতান্ত্রিক প্রক্রিয়ায় ‘চীনা হস্তক্ষেপ “নিয়ে নিষেধাজ্ঞার দিকে নজর দেবে যুক্তরাজ্য
মস্কো হামলার পর ইসলামিক স্টেট নিয়ে যুক্তরাজ্যের ‘একেবারে’ উদ্বিগ্ন হওয়া উচিতঃ হান্ট মস্কো হামলার পর ইসলামিক স্টেট নিয়ে যুক্তরাজ্যের ‘একেবারে’ উদ্বিগ্ন হওয়া উচিতঃ হান্ট
ন্যাটোর মিত্র রাশিয়ার সঙ্গে ‘সরাসরি যুদ্ধ’ বাধাগ্রস্ত করার জন্য মর্মান্তিক সতর্কতা জারি করেছে ন্যাটোর মিত্র রাশিয়ার সঙ্গে ‘সরাসরি যুদ্ধ’ বাধাগ্রস্ত করার জন্য মর্মান্তিক সতর্কতা জারি করেছে
চীনের  গণতান্ত্রিক প্রক্রিয়া বিঘ্নিত করার সঙ্গে জড়িত থাকার অভিযোগ আনা ব্যক্তিদের বিরুদ্ধে সোমবার নিষেধাজ্ঞা আরোপ করবে ব্রিটেন চীনের গণতান্ত্রিক প্রক্রিয়া বিঘ্নিত করার সঙ্গে জড়িত থাকার অভিযোগ আনা ব্যক্তিদের বিরুদ্ধে সোমবার নিষেধাজ্ঞা আরোপ করবে ব্রিটেন
রমজানে হামলা সহিংসতায় ইন্ধন জোগাচ্ছে রমজানে হামলা সহিংসতায় ইন্ধন জোগাচ্ছে

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)