বুধবার, ১৫ জুন ২০১৬
প্রথম পাতা » অর্থনীতি | ব্রেকিং নিউজ | সম্পাদক বলছি » ভিসা জালিয়াতি ঠেকাতে প্রচারণায় যুক্তরাষ্ট্র দূতাবাস
ভিসা জালিয়াতি ঠেকাতে প্রচারণায় যুক্তরাষ্ট্র দূতাবাস
ডেস্কঃ ভিসা জালিয়াতির বিষয়ে বাংলাদেশিদের সচেতন করতে একটি ভিডিও চালু করেছে ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাস।
মঙ্গলবার দূতাবাসের কনসাল জেনারেল এলিজাবেথ গৌরলেই এক সংবাদ সম্মেলনে বলেন, “প্রতি বছর হাজার হাজার বাংলাদেশি যুক্তরাষ্ট্রের ভিসার জন্য যথাযথভাবে আবেদন করে। যোগ্য সব আবেদনকারী যাতে প্রতারণার মুখে না পড়ে সেটিই আমরা চাই, তাই ভিডিওটি বানানো হয়েছে।”
ভিডিওটির উদ্বোধন করে ভিসা আবেদনকারীকে ‘সর্বোচ্চ মানের’ সেবা দেওয়ার ওপর জোর দেওয়ার কথা বলেন তিনি।
“সাধারণ বার্তাটিই সব ভিসা আবেদনকারীর জন্য প্রযোজ্য, সত্য বলেন, নিজের আবেদন নিজেই পূরণ করুণ এবং যদি কোনো প্রশ্ন থাকে- তাহলে দূতাবাসে জিজ্ঞেস করুন।”
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেড নামে বাংলাদেশি একটি বিজ্ঞাপনী সংস্থার সহযোগিতায় ভিডিওটি বানানো হয়েছে বলে দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়।
ডাইভারসিটি ভিসা তথা ডিভি নিয়ে অনেকেই ‘ভুয়া বার্তা’ পেয়ে থাকেন প্রেক্ষাপটে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বাংলাদেশ আর ডিভির িতালিকায় নেই বলে পুর্নবার জানান কনসাল জেনারেল এলিজাবেথ গৌরলেই।
কয়েকবছর আগেই বাংলাদেশ থেকে ৫০ হাজার অভিবাসী পাঠানোর কোটা পূরণ হয়ে গেছে বলে সংবাদ সম্মেলন থেকে জানানো হয়।