শিরোনাম:
ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩১

Daily Pokkhokal
রবিবার, ১৯ জুন ২০১৬
প্রথম পাতা » অর্থনীতি » প্যারিস বস্তিতে স্থাপনা নির্মাণে নিষেধাজ্ঞা
প্রথম পাতা » অর্থনীতি » প্যারিস বস্তিতে স্থাপনা নির্মাণে নিষেধাজ্ঞা
২৩৪ বার পঠিত
রবিবার, ১৯ জুন ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

প্যারিস বস্তিতে স্থাপনা নির্মাণে নিষেধাজ্ঞা

পক্ষকাল প্রতিবেদকঃ
রাজধানীর পল্লবীর প্যারিস বস্তিতে স্থাপনা নির্মাণ ও অবস্থানের ওপর নিষেধাজ্ঞা জারি করেছেন হাইকোর্ট। বৃহস্পতিবার হাইকোর্টের বিচারপতি গোবিন্দ্র চন্দ্র ঠাকুর ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন।আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। বস্তিবাসীর পক্ষে ছিলেন অ্যাডভোকেট তবারক হোসেন ও ব্যারিস্টার উর্মি রহমান।---মামলার বিবরণে জানা যায়, ২০০২ সালে পল্লবীর প্যারিস বস্তির অধিবাসীরা পুনর্বাসন না করা পর্যন্ত যেন তাদের উচ্ছেদ করা না হয় সে আর্জি জানিয়ে হাইকোর্টে আবেদন করেন। একই বছরের ২৭ এপ্রিল বস্তিবাসীদের উচ্ছেদে নিষেধাজ্ঞা জারির পাশাপাশি রুল দেন হাইকোর্ট।

আইনজীবী উর্মি রহমান বলেন, এই মামলা হাইকোর্টে বিচারাধীন থাকা অবস্থায় গত ২৬ থেকে ২ জুন পর্যন্ত বস্তিবাসীদের উচ্ছেদ করা হয়। পরে দখল পুনরুদ্ধারের জন্য বস্তিবাসীর পক্ষে আশ্রয় সমাজকল্যাণ সমিতির সভাপতি জুলমত খান ও সেক্রেটারি রুহুল আমিন ভূইয়াসহ সাতজন হাইকোর্টে আবেদন করেন।

বৃহস্পতিবার সেই আবেদন শুনানির জন্য ওঠে। শুনানিতে রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল সময় আবেদন করেন। সময় আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট এ বিষয়ে পরবর্তী আদেশের জন্য ১৩ জুলাই নির্ধারণ করেন। একই সঙ্গে শুনানি না হওয়া পর্যন্ত প্যারিস বস্তিতে স্থাপনা নির্মাণের ওপর অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা দেন। এছাড়া আদালতের আদেশ বাস্তবায়নে ডিএমপি কমিশনার ও পল্লবী থানার ওসিকে নির্দেশ দেয়া হয়েছে।

আইনজীবী জানান, প্যারিস বস্তিটি জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের জায়গায় হলেও ৪০ বছর ধরে বস্তিবাসীরা সেখানে বসবাস করছিলেন।



আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)