মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০১৪
প্রথম পাতা » অপরাধ | জেলার খবর » ধর্ষক চেয়ারম্যান ও তাঁর সহযোগির ফাঁসির দাবীতে আইনজীবীদের প্রতিবাদ সমাবেশ
ধর্ষক চেয়ারম্যান ও তাঁর সহযোগির ফাঁসির দাবীতে আইনজীবীদের প্রতিবাদ সমাবেশ
কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লার দেবিদ্বার উপজেলার ৯নং গুনাইঘর ইউপি চেয়ারম্যান ধষর্ক মোঃ খোরশেদ আলম ও তাঁর সহযোগী কুমিল্লা বারের অ্যাড. হারুনুর রশিদ সবুজ এর ফাঁসির দাবীতে ৩০ ডিসেম্বর মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় কুমিল্লা আদালত অঙ্গণে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল বের করে আইনজীবী ঐক্য পরিষদ কুমিল্লা বার শাখা’র নেতৃবৃন্দ।
এতে আইনজীবী ঐক্য পরিষদ কুমিল্লা বার শাখা’র সভাপতি অ্যাড. তপন বিহারী নাগের সভাপতিত্বে বক্তব্য রাখেন- বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ কুমিল্লা মহানগর শাখার সভাপতি অ্যাড. প্রদীপ কুমার দত্ত (১), আইনজীবী ঐক্য পরিষদ কুমিল্লা বার শাখা’র সাধারণ সম্পাদক ও বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টাণ ঐক্য পরিষদ লাকসাম উপজেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাড. বিকাশ চন্দ্র সাহা, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টাণ ঐক্য পরিষদ কুমিল্লা জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাড. তাপস কুমার বকসী, অ্যাড. গৌতম রায়, অ্যাড. প্রদীপ কুমার দত্ত (২), অ্যাড. নিরঞ্জন সরকার (শান্তি), আইনজীবী ঐক্য পরিষদ কুমিল্লা বার শাখা’র সাংগঠনিক সম্পাদক অ্যাড. সুবীর নন্দী বাবু, অ্যাড. মানিক ভৌমিক, অ্যাড. সঞ্জয় সরকার, অ্যাড. রতন চক্রবর্ত্তী (অন্তর), অ্যাড. স্বর্ণকমল নন্দী পলাশ, অ্যাড. সুবল সূত্রধর, অ্যাড. গৌতম রায়, অ্যাড. অজয় পাল, অ্যাড. সঞ্জিবন পালসহ আইনজীবী ঐক্য পরিষদ কুমিল্লা বার শাখা’র অন্যান্য নেতৃবৃন্দ। এর সাথে একাত্মতা প্রকাশ করেন- কুমিল্লা বারের সিনিয়র অ্যাড. হারুনুর রশিদ, বঙ্গবন্ধু যুব আইনজীবী পরিষদের সভাপতি অ্যাড. আমিনুর রহমান আব্বাসী ফরিদ, সাধারণ সম্পাদক অ্যাড. নূরুদ্দিন মিয়াজী বুলবুল প্রমুখ।
এতে কুমিল্লার দেবিদ্বার উপজেলার ৯নং গুনাইঘর ইউপি চেয়ারম্যান ধষর্ক মোঃ খোরশেদ আলম ও তাঁর সহযোগী কুমিল্লা বারের অ্যাড. হারুনুর রশিদ সবুজকে ৪৮ঘন্টার মধ্যে গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তিসহ অ্যাড. সবুজের সনদ বাতিলের দাবী জানান বক্তারা। অন্যথায় ৪৮ ঘন্টা আল্টিমেটাম এর পর বৃহত্তর কর্মসূচীর দিয়ে কুমিল্লাকে অচল করে দেয়ারও হুঁশিয়ারী দেন বক্তারা। কুখ্যাত ইউপি চেয়ারম্যান ধর্ষক মোঃ খোরশেদ আলম ও তাঁর সহযোগি অ্যাড. হারুনুর রশিদ সবুজ এর পক্ষে মামলা পরিচালনা না করার জন্যে কুমিল্লা বারের সকল আইনজীবীদের প্রতি অনুরোধ জানান আইনজীবী ঐক্য পরিষদ কুমিল্লা বার শাখা’র নেতৃবৃন্দ।
উল্লেখ্য যে, কুমিল্লার দেবিদ্বার উপজেলার ৯নং গুনাইঘর উত্তর ইউপি চেয়ারম্যান মোঃ খোরশেদ আলম গত ২৪ ডিসেম্বর নগরীর চকবাজার এলাকায় অ্যাড. সবুজের বাসায় সংখ্যালঘু হিন্দু পরিবারের নবম শ্রেনীতে পড়–য়া এক স্কুল ছাত্রী (১৪) কে ধর্ষণের অভিযোগে দেবিদ্বার উপজেলার গুনাইঘর গ্রামের মোঃ সাদত আলীর ছেলে কুখ্যাত ইউপি চেয়ারম্যান মোঃ খোরশেদ আলম এবং তাঁর সহযোগী একই উপজেলার ধামতী গ্রামের মৃত তাজুল ইসলাম মাষ্টারের ছেলে কুমিল্লা বারের অ্যাড. হারুনুর রশিদ সবুজ এর বিরুদ্ধে গত শনিবার রাতে কুমিল্লা কোতয়ালী মডেল থানায় একটি নারী নির্যাতন মামলা দায়ের করে ধর্ষিতা স্কুল ছাত্রীর পিতা পিন্টু দাস। মামলা নং- ১২৮।