দেশবাসীর জন্য প্রধানমন্ত্রীর ঈদ উপহার
নারায়ণগঞ্জ : দেশবাসীকে ঈদ উপহার হিসেবে প্রধানমন্ত্রী ঈদুল ফিতরের আগে জয়দেবপুর-ময়মনসিংহ ৪ লেনের মহাসড়ক এবং ঈদুল আযহার আগে ঢাকা-চট্রগ্রাম ৪ লেন মহাসড়কের উদ্বোধন করবেন।
এই সুখবর জানিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মহাসড়কে চাঁদাবাজি এবং ঈদ উপলক্ষে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় ঠেকাতে পুলিশ প্রশাসনকে কঠোর ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হয়েছে। পাশাপাশি বিআরটিএ এর মোবাইল টিমকে সতর্ক থাকতে বলা হয়েছে।
মঙ্গলবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নারায়ণগঞ্জের কাঁচপুর এলাকায় যানজট ও নিরাপত্তার জন্য নির্মিত ওয়াচ টাওয়ারের উদ্বোধন করার সময় তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের
মন্ত্রী বলেন, ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের ৪ লেন প্রকল্পের সব কাজ প্রায় শেষ। এ দুইটি মহাসড়কে অন্যান্য বছরের তুলনায় সব সড়কের অবস্থান ভালো। সড়কের কারণে ঈদের সময় কোনো যানজট হওয়ার সম্ভাবনা নাই।
এসময় উপস্থিত ছিলেন হাইওয়ে পুলিশের এসপি শফিকুল ইসলাম, নারায়ণগঞ্জ সওজের নির্বাহী প্রকৌশলী আলীউল হোসেন, উপ-বিভাগীয় প্রকৌশলী জাকির আলম, অতিরিক্ত পুলিশ সুপার হুসাইন মোহাম্মদ কবীর, জেলা ট্টাফিক পুলিশের এএসপি বদরুল আলম, সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সরাফত উল্লাহ, সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মঞ্জুর কাদের, কাঁচপুর হাইওয়ে থানার ওসি শেখ শরিফুল ইসলাম, সওজের উপ-সহকারী প্রকৌশলী সোহেল আহমেদ।