একজনের নামেই ৬০ হাজার সিম পুনর্নিবন্ধন!
ডেস্ক: একটি জাতীয় পরিচয়পত্র দিয়ে ৬০ হাজার সিম পুনর্নিবন্ধনের তথ্য পাওয়া গেছে বলে সংসদকে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।- আমার দেশ অনলইন।
আজ বৃহস্পতিবার সংসদে প্রশ্নোত্তর পর্বে বরিশাল ৫ আসনের সদস্য জেবুন্নেসা আফরোজের প্রশ্নের জবাবে তারানা হালিম বলেন, ‘মোবাইল ফোনের সিম নিবন্ধন করতে নানা অনিয়মেরও তথ্য পাওয়া গেছে।
এমনকি একটি জাতীয় পরিচয়পত্রের বিপরীতে ৬০ হাজার নিবন্ধিত সিমের ভয়াবহ তথ্যও পাওয়া গেছে।’
সিম পুনর্নিবন্ধন শুরুর আগে গত বছর ২২ সেপ্টেম্বর চাঞ্চল্যকর আরেক তথ্য প্রকাশ করেছিলেন টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। তিনি জানিয়েছিলেন, সিমের নিবন্ধন যাচাই করতে গিয়ে একটি ‘ভুয়া’ জাতীয় পরিচয়পত্রের বিপরীতে ১৪ হাজার ১১৭টি সিম তোলার নজির পাওয়া গেছে।