বিদেশি শক্তিগুলো দেশে ঢোকার চেষ্টা করছে
ডেস্ক
সহায়তার নামে আন্তর্জাতিক শক্তিগুলো বাংলাদেশে ঢোকার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এবং ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন।
মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচায় ওয়ার্কার্স পার্টির কার্যালয়ে অনুষ্ঠিত যৌথসভায় এ অভিযোগ করেন মেনন।
জঙ্গিবাদ, হত্যা-সন্ত্রাস প্রতিরোধে ১১ জুলাই কেন্দ্রীয় ১৪ দল আয়োজিত সমাবেশ সফল করার লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।
সভায় আশঙ্কা প্রকাশ করে মেনন বলেন, আন্তর্জাতিক শক্তিগুলো একবার বাংলাদেশে এসে গেলে তার পরিণতি পাকিস্তান, আফগানিস্তান ও লিবিয়ার মতো ভয়াবহ হবে।
জঙ্গি তৎপরতার মাধ্যমে বাংলাদেশের রাজনৈতিক ভাবধারা পরিবর্তনের চেষ্টা করা হচ্ছে অভিযোগ করে মন্ত্রী দাবি করেন, জামায়াত-শিবিরই বাংলাদেশে মৌলবাদী সংস্কৃতির বীজ বপন করেছে।