জঙ্গি নির্মূলে যত কঠোর হতে হয় হব: প্রধানমন্ত্রী
জঙ্গিবাদ নির্মূলে কঠোর অবস্থানের কথা জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জঙ্গিবাদ নির্মূলে সরকারকে যত কঠোর হতে হয় ততটাই হবে।
সরকার প্রধানের কার্যালয়ের কর্মকর্তাদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় এবং প্রধানমন্ত্রী কার্যালয় সম্পর্কিত আলোচনায় তিনি এ কথা বলেন।
শেখ হাসিনা বলেন, “যত কঠোর হতে হয় হব, জঙ্গিবাদ নির্মূল করব।”
“ভাবমূর্তি বৃদ্ধি পেয়ে যখন বাংলাদেশ উন্নয়নের রোলমডেল হচ্ছে তখন এইসব হামলা। প্রাকৃতিক দুর্যোগের সাথে মনুষ্যসৃষ্ট দুর্যোগও মোকাবেলা করব। জনগণই আমার ভরসা।”
এই অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এ বিষয়ে সাংবাদিকদের জানান।
গুলশানের হোলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলায় নিহত হন ২০ জিম্মি ও দুই জন পুলিশ কর্মকর্তা। নিহত ২০ জনের মধ্যে ১৭ জনই বিদেশি।
পরে সেনাবাহিনী পরিচালিত বিশেষ অভিযানে হামলাকারী ৫ জঙ্গিও নিহত হয়।
এই হামলার রেশ কাটতে না কাটতেই ঈদে দেশের সবচেয়ে বড় মুসল্লিদের জামাত শোলাকিয়ায় পুলিশ চেকপোস্ট লক্ষ্য করে হামলার ঘটনা ঘটে। হামলায় বোমা ও গুলির আঘাতে দুই পুলিশ কনস্টেবল এবং ঝর্না রানী ভৌমিক নামে এক নারী নিহত হন।
শেখ হাসিনা বলেন, “নজরদারী রাখতে হবে। দেশে