বিএনপির শীর্ষ ৪৩ নেতার বিরুদ্ধে মামলা
পক্ষকাল প্রতিবেদক: বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মির্জা আব্বাসসহ দলটির শীর্ষ পর্যায়ের ৪৩ নেতার বিরুদ্ধে পল্টন থানায় গাড়ি পোড়ানো এবং ভাঙচুরের অভিযোগে একটি মামলা দায়ের হয়েছে।
সোমবার রাতে এ মামলাটি দায়ের হয়। মামলায় আরো আসামি করা হয়েছে; বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, মহানগর বিএনপির আহবায়ক মির্জা আব্বাস, বরকত উল্লাহ বুলু, আমান উল্লাহ আমান, রুহুল কবীর রিজভী, হাবিবুন্নবী খান সোহেল, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, সুলতান সালাউদ্দিন টুকুসহ মোট ৪৩ জন।
এদের বিরুদ্ধে গাড়িতে অগ্নিসংযোগ, ভাঙচুর, ককটেল বিস্ফোরণের অভিযোগ আনা হয়েছে।
পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি গোলাম মোর্শেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রসঙ্গত গত ২৮ ডিসেম্বর পল্টন মোড়ে একটি গাড়িতে আগুন দেয় দুর্বৃত্তরা। ওই মামলার আসামি করা হয়েছে বিএনপির এ নেতাদের।