শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ন ১৪৩১

Daily Pokkhokal
মঙ্গলবার, ১৯ জুলাই ২০১৬
প্রথম পাতা » অর্থনীতি » যুব কল্যাণ তহবিল বিল সংসদে পাস
প্রথম পাতা » অর্থনীতি » যুব কল্যাণ তহবিল বিল সংসদে পাস
২৬৮ বার পঠিত
মঙ্গলবার, ১৯ জুলাই ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

যুব কল্যাণ তহবিল বিল সংসদে পাস

পক্ষকাল সংবাদঃ
---
সামরিক শাসনামলে জারি করা ইয়ুথ ওয়েলফেয়ার ফান্ড অধ্যাদেশ বাতিল করে যুব কল্যাণ তহবিল বিল-২০১৬ জাতীয় সংসদে পাস হয়েছে।

মঙ্গলবার যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার সংসদে বিল পাসের প্রস্তাব করলে তা কণ্ঠভোটে পাস হয়।

এর আগে গত ২৩ ফেব্রুয়ারি বিলটি সংসদে তোলার পর পরীক্ষা করে সংসদে প্রতিবেদন দেওয়ার জন্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।

বিলে যুব কল্যাণ তহবিল ব্যবস্থাপনা বোর্ড গঠনের বিধান রাখা হয়েছে। বোর্ডের চেয়ারম্যান হিসেবে যুব ও ক্রীড়া মন্ত্রীকে রাখার বিধান প্রস্তাব করা হয়েছে।

বিলে বলা হয়েছে, তহবিল ব্যবস্থাপনার ক্ষেত্রে সিলেকশন কমিটি থাকবে। যার প্রধান হবেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব। এ কমিটি অনুদানের জন্য পাওয়া প্রস্তাবগুলো পরীক্ষা-নিরীক্ষা করে সুপারিশ করবেন। আর এ সুপারিশ অনুমোদন করবেন পরিচালনা বোর্ড।



আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)