শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ন ১৪৩১

Daily Pokkhokal
মঙ্গলবার, ১৯ জুলাই ২০১৬
প্রথম পাতা » বিশ্ব সংবাদ | ব্রেকিং নিউজ » জার্মানির ট্রেনে হামলাকারীর ‘আইএস পতাকা ছিল’
প্রথম পাতা » বিশ্ব সংবাদ | ব্রেকিং নিউজ » জার্মানির ট্রেনে হামলাকারীর ‘আইএস পতাকা ছিল’
২৭৬ বার পঠিত
মঙ্গলবার, ১৯ জুলাই ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

জার্মানির ট্রেনে হামলাকারীর ‘আইএস পতাকা ছিল’

---

পক্ষকাল ডেস্কদক্ষিণ জার্মানির এক শহরে ট্রেনে ছুরি ও কুড়াল নিয়ে হামলা চালানো সন্দেহভাজন আফগান শরণার্থীর ঘরে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) এর পতাকা পাওয়া গেছে।পতাকাটি হাতে আঁকা ছিল বলে জানিয়েছেন জার্মান কর্মকর্তারা।সোমবার স্থানীয় সময় রাত সোয়া ৯টার দিকে ভুর্সবুর্গে এ হামলার ঘটনা ঘটে বলে পুলিশের এক মুখপাত্রের বরাত দিয়ে জানিয়েছে বিবিসি ।

খবরে বলা হয়েছে, ট্রেনে হামলা চালিয়ে হংকং-এর চারজনকে আহত করেন ১৭ বছর বয়সী ওই আফগান। আহত একজনের অবস্থা আশঙ্কাজনক। হামলা করে পালানোর সময় পুলিশের গুলিতে নিহত হয় হামলাকারী।

এক প্রত্যক্ষদর্শী জানান, হামলার সময় ‘আল্লাহু আকবার’ বলে চিৎকার করছিলেন ওই ব্যক্তি।

ইসলামিক স্টেট (আইএস) সমর্থক আমাক বার্তা সংস্থা হামলাকারী তাদের যোদ্ধা বলে জানিয়েছে।

বাভারিয়া রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী জোয়াকিম হারম্যান রয়টার্স টিভিকে বলেন, পাশের শহরে পুলিশ তার বাড়িতে তল্লাশি চালিয়ে অন্যান্য জিনিসের সঙ্গে আইএস এর পতাকা পায়। পাওয়া যায় পশতুন ভাষায় লেখা একটি টেক্সটও। এতে বোঝা যায় যে, সেই তরুণ নিজেই জঙ্গিবাদী ভাবধারায় উদ্বুদ্ধ হয়েছিল।

তবে ইসলামিক কিছু সংশ্লিষ্টতা পাওয়া গেলেও আইএস বা অন্য কোনও জঙ্গি গোষ্ঠী সঙ্গে তার কোনও যোগসাজশ ছিল কিনা সেরকম কোনও প্রমাণ এখনও পাওয়া যায়নি বলে জানান হারম্যান।

এক সাক্ষাৎকারে হারম্যান জানান, প্রায় দু’বছর আগে একাই জার্মানিতে আসে আফগান ওই হামলাকারী। এরপর সে জার্মানিতে আশ্রয় চায়।

শহরের একটি শরণার্থী কেন্দ্রে যাওয়ার পর, তাকে স্থানীয় এক পরিবার লালন পালনের জন্য নিয়ে যায়।

সম্প্রতি কয়েকমাসে তার মধ্যে কোনও জঙ্গিবাদী আচরণও কেউ লক্ষ্য করেনি এবং জিহাদি নেটওয়ার্কের সঙ্গে তার সরাসরি সম্পৃক্ততার কোনও লক্ষণও দেখা যায়নি বলে জানান হারম্যান। হামলাকারী সুনির্দিষ্টভাবে চীনা নাগরিকদের লক্ষ্য করেও হামলা চালায়নি বলে জানান তিনি।

জার্মানি গতবছর প্রায় ১০ লাখের বেশি শরণার্থী নিয়েছে। এর মধ্যে দেড় লাখেরও বেশি আফগান নাগরিক। এ বছর ইইউ কিছু পদক্ষেপ নেওয়ার পর থেকে শরণার্থীর ঢল কমছে।

সাউথ চায়না মর্নিং পোস্ট জানিয়েছে, আহত চারজনের মধ্যে একজন ৬২ বছর বয়সী পুরুষ। আরেকজন তার স্ত্রী (৫৮)। তাদের মেয়ে (২৭) ও তার বয়ফ্রেন্ডও (৩১) আহত হয়েছে। এদের সবাই হংকং এর। আরেক নারী ট্রেনের বাইরে আহত হয়েছেন।

হংকং-এর প্রধান নির্বাহী লেউং চুন-ইং এ হামলার নিন্দা জানিয়ে হামলার শিকার পরিবারটিকে সমবেদনা জানিয়েছেন। শহরটির অভিবাসন কর্মকর্তারা শিগগিরই জার্মানিতে ওই পরিবারের সঙ্গে দেখা করবেন।



এ পাতার আরও খবর

নানা আয়োজনে নববর্ষ বরণের প্রস্তুতি নানা আয়োজনে নববর্ষ বরণের প্রস্তুতি
রাশিয়া পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে প্রস্তুত রাশিয়া পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে প্রস্তুত
পুতিনের বিরুদ্ধে সুরক্ষার জন্য যুক্তরাজ্যের পারমাণবিক প্রতিরোধকে জোরদার করার প্রতিশ্রুতি দিয়েছেন সুনাক পুতিনের বিরুদ্ধে সুরক্ষার জন্য যুক্তরাজ্যের পারমাণবিক প্রতিরোধকে জোরদার করার প্রতিশ্রুতি দিয়েছেন সুনাক
মস্কোর কনসার্ট হলে হামলায় আদালতে  তিনজন সন্দেহভাজন দোষী সাব্যস্ত মস্কোর কনসার্ট হলে হামলায় আদালতে তিনজন সন্দেহভাজন দোষী সাব্যস্ত
কনসার্ট হল গণহত্যার সন্দেহভাজনদের আদালতে হাজির, মৃতের সংখ্যা বাড়ছে কনসার্ট হল গণহত্যার সন্দেহভাজনদের আদালতে হাজির, মৃতের সংখ্যা বাড়ছে
গণতান্ত্রিক প্রক্রিয়ায় ‘চীনা হস্তক্ষেপ “নিয়ে নিষেধাজ্ঞার দিকে নজর দেবে যুক্তরাজ্য গণতান্ত্রিক প্রক্রিয়ায় ‘চীনা হস্তক্ষেপ “নিয়ে নিষেধাজ্ঞার দিকে নজর দেবে যুক্তরাজ্য
মস্কো হামলার পর ইসলামিক স্টেট নিয়ে যুক্তরাজ্যের ‘একেবারে’ উদ্বিগ্ন হওয়া উচিতঃ হান্ট মস্কো হামলার পর ইসলামিক স্টেট নিয়ে যুক্তরাজ্যের ‘একেবারে’ উদ্বিগ্ন হওয়া উচিতঃ হান্ট
ন্যাটোর মিত্র রাশিয়ার সঙ্গে ‘সরাসরি যুদ্ধ’ বাধাগ্রস্ত করার জন্য মর্মান্তিক সতর্কতা জারি করেছে ন্যাটোর মিত্র রাশিয়ার সঙ্গে ‘সরাসরি যুদ্ধ’ বাধাগ্রস্ত করার জন্য মর্মান্তিক সতর্কতা জারি করেছে
চীনের  গণতান্ত্রিক প্রক্রিয়া বিঘ্নিত করার সঙ্গে জড়িত থাকার অভিযোগ আনা ব্যক্তিদের বিরুদ্ধে সোমবার নিষেধাজ্ঞা আরোপ করবে ব্রিটেন চীনের গণতান্ত্রিক প্রক্রিয়া বিঘ্নিত করার সঙ্গে জড়িত থাকার অভিযোগ আনা ব্যক্তিদের বিরুদ্ধে সোমবার নিষেধাজ্ঞা আরোপ করবে ব্রিটেন
রমজানে হামলা সহিংসতায় ইন্ধন জোগাচ্ছে রমজানে হামলা সহিংসতায় ইন্ধন জোগাচ্ছে

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)