শিরোনাম:
ঢাকা, শনিবার, ১২ এপ্রিল ২০২৫, ২৯ চৈত্র ১৪৩১

Daily Pokkhokal
শনিবার, ২৩ জুলাই ২০১৬
প্রথম পাতা » ব্রেকিং নিউজ » মিউনিখে প্রাণঘাতী হামলা
প্রথম পাতা » ব্রেকিং নিউজ » মিউনিখে প্রাণঘাতী হামলা
২৪৯ বার পঠিত
শনিবার, ২৩ জুলাই ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মিউনিখে প্রাণঘাতী হামলা

---
ডেস্কঃ জার্মানির মিউনিখ শহরে একটি ব্যস্ত বিপণি বিতানে হামলা চালিয়ে অন্তত নয়জনকে হত্যা করা হয়েছে, যাকে সন্ত্রাসী হামলা বলছে দেশটির পুলিশ।

শুক্রবার সন্ধ্যায় মিউনিখের অলিম্পিয়া শপিং সেন্টারে হামলাকারী একজনই ছিলেন এবং তিনি নিজের গুলিতেই প্রাণ হারান বলে জানিয়েছে পুলিশ।

শুরুতে হামলাকারী তিনজন ছিলেন এবং তারা পালিয়েছেন সন্দেহ করে জার্মানির তৃতীয় বৃহত্তম শহরটিতে গণপরিবহন চলাচল বন্ধের পাশাপাশি মহাসড়কে যান চলাচল বন্ধ করে লোকজনকে রাস্তায় বেরোতে নিষেধ করেছিল কর্তৃপক্ষ।

প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশের এক মুখপাত্র বলেছিলেন, হামলার পর তিন বন্দুকধারী পালিয়ে গেছে। পুলিশ তাদের খোঁজে থাকায় শহরটিতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।

“আমরা মিউনিখের বাসিন্দাদের বলছি, গুলিবর্ষণকারীরা পালিয়ে বেড়াচ্ছে, যারা বিপজ্জনক। আমরা লোকজনকে ঘরের মধ্যে থাকার আহ্বান জানাচ্ছি।”

পরে পুলিশের এক সংবাদ সম্মেলনে বলা হয়, একজনই এই হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে। ওই ব্যক্তি একটি ফাস্ট ফুডের দোকানে ঢুকে প্রথমে গুলি চালায়, এর ঢুকে পড়েন মিউনিখ অলিম্পিয়া শপিং সেন্টারে।

মিউনিখের পুলিশ প্রধান হিউবার্টাস আন্ড্রেই বলেন, হামলাকারী পিস্তল নিয়ে চড়াও হয়েছিল। পরে তাকে মাথায় গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। গুলিটি তার নিজের অস্ত্রের।

হামলাকারীর দ্বৈত নাগরিকত্ব ছিল বলে এই পুলিশ কর্মকর্তা জানান। জার্মান গণমাধ্যমের খবর অনুযায়ী, হামলাকারী ১৮ বছর বয়সী একজন ইরানি জার্মান।

হামলায় অন্তত নয়জন নিহত এবং ১৬ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকটি শিশু রয়েছে এবং তাদের মধ্যে তিনজনের অবস্থা সঙ্কটাপন্ন বলে পুলিশ কর্মকর্তা হিউবার্টাস জানান।

হামলার পর শহরে স্পেশাল ফোর্স মোতায়েন করা হয়। প্রাণ বাঁচাতে অনেকে অলিম্পিয়া শপিং সেন্টারে লুকিয়ে থাকেন, যাদের পরে উদ্ধার করে পুলিশ।

“অনেক গুলি হয়েছে। ঠিক কতোগুলো গুলি হয়েছে তা আমি বলতে পারছি না, তবে এ সংখ্যা বহু, ” বিপণিবিতানের একটি স্টোর রুমে লুকিয়ে থেকে টেলিফোনে রয়টার্সকে বলেন এক দোকান কর্মী।

হামলার দায় কেউ স্বীকার করেনি। পুলিশের এক মুখপাত্র বলেছেন, ইসলামি জঙ্গিরা এ হামলা চালিয়ে বলে প্রাথমিকভাবে কোনো ইঙ্গিত পাওয়া যায়নি।

তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে আইএস সমর্থকরা এই হামলা নিয়ে উল্লাস প্রকাশ করছে। কয়েকদিন আগে জার্মানিরই ভুর্সবুর্গ শহরে এক হামলার দায়িত্ব স্বীকার করেছিল আইএস। ওই হামলাকারী ছিলেন একজন আফগান তরুণ।

বিশ্বজুড়ে সমর্থকদের নিজের মতো করে হামলা চালাতে অনুসারীদের আইএস আহ্বান জানানোর পর মাত্র আট দিনের মধ্যে পশ্চিম ইউরোপে সাধারণ মানুষকে লক্ষ্য করে এটি তৃতীয় দফায় হামলা।

জার্মানির ভুর্সবুর্গের আগে ফ্রান্সের নিস শহরে তিউনিসিয়া বংশোদ্ভূত একব ফরাসি জনতার উপর ট্রাক চালিয়ে দিয়ে ৮৪ জনকে হত্যা করেন। তাকেও আইএস নিজেদের যোদ্ধা দাবি করেছিল।

শুক্রবার ছিল নরওয়েতে আন্দ্রেস বেহরিং ব্রেইভিকের গুলি চালিয়ে ৭৭ জনকে হত্যার পঞ্চম বার্ষিকী। ইউরোপ ও আমেরিকার ডানপন্থি সন্ত্রাসীদের কাছে ব্রেইভিক বীরের মর্যাদা পায়।

মিউনিখে হামলার পর যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয় জার্মানিতে অবস্থানরত নাগরিকদের ওই এলাকা এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন হামলায় দুঃখ প্রকাশ করে জার্মানিকে যে কোনো ধরনের সহায়তা দেওয়ার প্রস্তাব করেছেন।

হামলার নিন্দা জানিয়ে জার্মানিকে সব ধরনের সহযোগিতার অঙ্গীকার করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা।

হোয়াইট হাউজে এক বৈঠকের আগে তিনি বলেন, “আমরা জানি না, সেখানে আসলে কী হচ্ছে। তবে যারা আহত হয়েছেন, তাদের জন্য আমাদের হৃদয় কাঁদছে।

“তাদের যেসব সহযোগিতার দরকার হতে পারে তা দিতে আমরা অঙ্গীকার করছি।”

আইএস সমর্থকদের উল্লাস

কেউ হামলার দায় স্বীকার না করলেও সোস্যাল মিডিয়ায় আইএস সমর্থকরা উল্লাস প্রকাশ করেন।

“আল্লাহ শুকরিয়া, আল্লাহ আমাদের ইসলামিক স্টেটের লোকদের সমৃদ্ধি দাও,” বলা হয়েছে এক টুইটে।

আরেক টুইটে বলা হয়, “ইসলামিক স্টেট ইউরোপে বিস্তৃত হচ্ছে।”

দুই প্রত্যক্ষদর্শী এন-টিভি টেলিভিশনকে বলেন, সান্তা ক্লজের পোশাকে এক ব্যক্তিকে হামলাস্থল থেকে জনতার সঙ্গে চলে যেতে দেখেছেন তারা। একজন বলেন, সোনালী চুলের ওই ব্যক্তির হাতে অস্ত্র ছিল না, তবে একটি স্যুটকেস ছিল।

অনলাইনে পোস্ট করা একটি ভিডিওতে দেখা গেছে, রাস্তার পাশে ম্যাকডোনাল্ডসের একটি শাখার বাইরে কালো পোশাক পরা এক ব্যক্তি বন্দুক উঁচিয়ে উপস্থিত লোকজনের উদ্দেশ্যে গুলি ছুড়ছে। তবে ওই ভিডিওর সত্যতা নিশ্চিত করা যায়নি।

বিপণিবিতানের একটি দোকানের কর্মী হারুণ বাল্টা বলেন, “আমরা এখনও মলের মধ্যে আটকে আছি। বাইরের কোনো খোঁজ-খবরও পাচ্ছি না। উদ্ধার পেতে আমরা পুলিশের অপেক্ষায় আছি।”

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিপণিবিতানের ভিতরে এবং কাছাকাছি দুটি রাস্তায় গুলিবর্ষণ করতে দেখেছেন তারা।

হামলার পর মিউনিখের প্রধান রেলস্টেশন থেকে লোকজনকে সরিয়ে নেওয়া হয়। বিআর টেলিভিশন জানিয়েছে, মিউনিখের উত্তরের অনেক মহাসড়ক বন্ধ করে দেওয়া হয়েছে এবং লোকজনকে সেগুলোতে থেকে সরে যেতে বলা হয়েছে।

মিউনিখের অলিম্পিক স্টেডিয়ামের ঠিক পাশেই এই বিপণিবিতান, যেখানে ১৯৭২ সালে অলিম্পিক গেমসের সময় ফিলিস্তিনি জঙ্গি গোষ্ঠী ব্ল্যাক সেপ্টেম্বর ১১ ইসরায়েলি অ্যাথলেটকে জিম্মি করার পর হত্যা করেছিল।

জার্মানির ভুর্সবুর্গে শরণার্থী এক আফগান কিশোর ট্রেনের ভেতরে ছুরি ও কুড়াল নিয়ে হামলা চালিয়ে চার যাত্রীকে আহত করার এক সপ্তাহ পর এ শুক্রবারের হামলা হল।

হামলার আগে জার্মানির বিচারমন্ত্রী হাইকো মাস একটি পত্রিকাকে বলেন, “আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। তবে এটা স্পষ্ট যে, জার্মানি এখনও হামলার টার্গেট হয়ে আছে।”

গত ১৪ জুলাই বাস্তিল দিবসে ফ্রান্সের নিস শহরে একটি উৎসবে এক তিউনিসীয় নাগরিক দ্রুতগতির ট্রাক উঠিয়ে ৮৪ জনকে হত্যার পর জার্মানিতে পরপর দুটি হামলার ঘটনা ঘটল। নিসের ওই হামলার দায় স্বীকার করেছিল আইএস।



এ পাতার আরও খবর

মঙ্গল শোভাযাত্রা ‘হিন্দুদের জন্মাষ্টমীর ধর্মাচার’: হেফাজতে ইসলাম মঙ্গল শোভাযাত্রা ‘হিন্দুদের জন্মাষ্টমীর ধর্মাচার’: হেফাজতে ইসলাম
ভারতের ভেতর দিয়ে আর পণ্য পাঠাতে পারবে না বাংলাদেশ ভারতের ভেতর দিয়ে আর পণ্য পাঠাতে পারবে না বাংলাদেশ
২০২৪ সালের জুলাই-আগস্ট ছাত্র বিদ্রোহে ভূমিকার জন্য পাঁচ বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তা গৃহবন্দী। ২০২৪ সালের জুলাই-আগস্ট ছাত্র বিদ্রোহে ভূমিকার জন্য পাঁচ বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তা গৃহবন্দী।
গৃহযুদ্ধের পরিকল্পনার’ও সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে মামলা গৃহযুদ্ধের পরিকল্পনার’ও সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে মামলা
গণপূর্তের মাফিয়া ফরিদপুরের নির্বাহী প্রকৌশলী সাইফুজ্জামান চুন্নু গণপূর্তের মাফিয়া ফরিদপুরের নির্বাহী প্রকৌশলী সাইফুজ্জামান চুন্নু
গণপূর্তের দুর্নীতির বরপুত্র হত্যা মামলার আসামী সাইফুজ্জামান চুন্নু এখনো বহাল তবিয়তে গণপূর্তের দুর্নীতির বরপুত্র হত্যা মামলার আসামী সাইফুজ্জামান চুন্নু এখনো বহাল তবিয়তে
পাকিস্তানেও একাধিকবার নিষিদ্ধ হয়েছিল জামায়াত পাকিস্তানেও একাধিকবার নিষিদ্ধ হয়েছিল জামায়াত
জামায়াতে ইসলামী ক্রিমিনাল দল জামায়াতে ইসলামী ক্রিমিনাল দল
খুন-রগকাটা-অগ্নিসংযোগ-ধ্বংসযজ্ঞের আরেক নাম জামায়াত-শিবির খুন-রগকাটা-অগ্নিসংযোগ-ধ্বংসযজ্ঞের আরেক নাম জামায়াত-শিবির
শাহ আলী থানা এলাকায় ছুরিকাঘাতে যুবক খুন শাহ আলী থানা এলাকায় ছুরিকাঘাতে যুবক খুন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)