শুক্রবার, ২৯ জুলাই ২০১৬
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » ‘অন্য একটি দেশের স্বার্থে সরকার রামপাল বিদ্যুৎকেন্দ্র করছে’
‘অন্য একটি দেশের স্বার্থে সরকার রামপাল বিদ্যুৎকেন্দ্র করছে’
ডেস্ক পক্ষকালঃ
সরকার অন্য একটি দেশের স্বার্থে সুন্দরবনের রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দেশের প্রাকৃতিক বৈচিত্র ধ্বংস করতে সরকার তোরজোড় শুরু করেছে বলেও তিনি অভিযোগ করেন।
আজ শুক্রবার বেলা সাড়ে ১১ টার দিকে বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
রুহুল কবির রিজভী বলেন, রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মান করা হলে সুন্দরবন ধ্বংস হবে। ফলে প্রাকৃতিক ভারসাম্য হারিয়ে মরুভূমি হবে দেশ।
রিজভী বলেন, তেল-গ্যাস রক্ষা জাতীয় কমিটির লোকজন দেশকে ভালবাসে বলেই রামপাল বিদ্যুৎকেন্দ্র নির্মাণ চুক্তি বাতিলের দাবিতে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে মিছিল নিয়ে যেতে চাচ্ছিল। কিন্তু, তাদের মিছিলে সরকারের পুলিশ বাহিনী বর্বর কায়দায় হামলা চালিয়েছে। যারা রাজপথে নেমে সরকারি হামলায় নির্যাতিত হয়েছে তারাই প্রকৃত দেশপ্রেমিক। আমরা এ বর্বর হামলার নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। দেশবিরোধী যে কোন কাজে বিএনপি অগ্রণী ভূমিকা পালন করছে ভবিষ্যতেও করবে বলে জানান তিনি।
বিএনপির এই নেতা বলেন, আগে শুনতাম জঙ্গিবাদের সঙ্গে মাদ্রাসার শিক্ষার্থীরা জড়িত। এখন দেখছি ধনী পরিবারের সন্তানরাও এসব কর্মকাণ্ডে যুক্ত হচ্ছে। সেকুলার সরকারের সময় কেন এসব হচ্ছে প্রশ্ন রাখেন তিনি।
জঙ্গিদের কেন জীবত আটক করা হচ্ছে না উল্লেখ করে তিনি বলেন, জীবিত থাকা অবস্থায় আটক করে জিজ্ঞাসাবাদ করলে প্রকৃত তথ্য বেরিয়ে আসতো কারা এসব ঘটনার সঙ্গে জড়িত।
তিনি বলেন, গুলশানের হলি আর্টিজানের ঘটনা নিয়ে প্রশ্ন উঠেনি কিন্তু কল্যানপুরের ঘটনা নিয়ে এতো সংশয় কেন?
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন বিএনপি নেতা অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া, বেলাল আহমেদ ও চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার প্রমুখ।