আত্মসমর্পণ করুন, নইলে অভিযান চলবে: ইনু
ডেস্কঃ
জঙ্গিবাদে জড়িতদের আত্মসমর্পণের আহ্বান জানিয়ে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, অন্যথায় আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান চলতেই থাকবে।
জঙ্গিবাদের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের সামনে তথ্য মন্ত্রণালয়ের এক অনুষ্ঠানে তিনি বলেন, একাত্তরে রাজাকাররা যেভাবে পরাজিত হয়েছিল, জঙ্গিরাও সেভাবে পরাজিত হবে।
“ইতিমধ্যে রাষ্ট্র, প্রশাসন ও জনগণের ঘেরাওয়ের মধ্যে পড়ে গেছে জঙ্গিরা। যারা জঙ্গিবাদে সম্পৃক্ত তাদের উদ্দেশ্যে বলছি - আত্মসমর্পণ করুন, নইলে অভিযান চলবে।”
গত ১ জুলাই গুলশান হলি আর্টিজান বেকারিতে নজিরবিহীন জঙ্গি হামলায় ১৭ বিদেশিসহ নিহত হন ২২ জন। পরে কমান্ডো অভিযানে নিহত হয় পাঁচ জঙ্গিসহ ছয়জন।
গুলশান হামলার এক সপ্তাহের মাথায় ৭ জুলাই সকালে কিশোরগঞ্জের শোলাকিয়ায় দেশের বৃহত্তম ঈদ জামাত শুরুর আগ মুহূর্তে ঈদগাহের কাছেই কাছে পুলিশের উপর হামলা হয়। এতে দুই পুলিশ সদস্য নিহত হন। গোলাগুলির সময় গুলিবিদ্ধ হয়ে মারা যান এক গৃহবধূ। সে সময় গুলিতে এক জঙ্গিও নিহত হয়।
কাছাকাছি সময়ে এই দুই হামলার ঘটনায় জঙ্গিবাদ ঠেকাতে তৎপর হয়ে ওঠে প্রশাসন, দেশব্যাপী অভিযান ও সন্দেহভাজনদের গ্রেপ্তার চলতে থাক।
এর ধারাবহিকতায় গত ২৫ জুলাই রাজধানীর কল্যাণপুরে তাজ মঞ্জিল নামের একটি ছয়তলা বাসভবনে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে নিহত হয় নয় জঙ্গি।
তবে আইনশৃঙ্খলা বাহিনী, সরকার এবং প্রশাসনের শীর্ষ ব্যক্তিরা বরাবরই জঙ্গিবাদ নির্মূলে জন সচেতনতা ও সামাজিক প্রতিরোধ গড়ে তোলার বিষয়ে গুরুত্ব দিয়ে আসছেন।
এ প্রসঙ্গে ইনু বলেন, “জঙ্গিবাদের বিরুদ্ধে সরকার, প্রশাসন, ও জনগণ ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে শুরু করেছে। বিদেশিদের ওপর যেন আর হামলা না হয়, মসজিদ-মন্দির-মঠ-গির্জায় যেন আর আক্রমণ না হয় সেজন্যই এই ঐক্য।”
অনুষ্ঠানে তথ্য মন্ত্রণালয়ের উদ্যোগে সবার মধ্যে জঙ্গিবাদ বিরোধী লিফলেট বিতরণ করা হয়।