বেনাপোলে চোরাচালান রোধে নারী বিজিবি
আমিনুল ঃ
যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে চোরাচালান প্রতিরোধে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ১৩ নারী সদস্য মোতায়ন করা হয়েছে। রোববার (৩১ জুলাই) দুপুর ১টায় নারী বিজিবি সদস্যরা দায়িত্ব পালন শুরু করেন।
বিজিবি সূত্র জানায়, চোরাচালানীরা কৌশল বদলে শিশু থেকে শুরু করে বিভিন্ন বয়সী নারীদের ব্যবহার করছে। এতে তল্লাশি করতে বিজিবি সদস্যদের নানা সমস্যায় পড়তে হয়। ফলে নারীদের তল্লাশির জন্য ১৩ নারী বিজিবি সদস্যকে মোতায়েন করা হয়েছে।
২৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক (সিও) লে. কর্নেল জাহাঙ্গীর হোসেন জানান, তার অধীনে ১৫ জন নারী সদস্য রয়েছেন। এদের ১৩ জনকে বেনাপোলে নিযুক্ত করা হয়েছে। তারা বেনাপোল চেকপোস্ট আইসিপি ক্যাম্প, বেনাপোল সদর বিজিবি ক্যাম্প ও আমড়াখালী বিজিবি চেকপোস্টে চোরাচালান প্রতিরোধে কাজ করবেন।