শনিবার, ৬ আগস্ট ২০১৬
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি | সম্পাদক বলছি » বাংলাদেশে জঙ্গি হামলা বাড়তে পারে : ইউরোপোল
বাংলাদেশে জঙ্গি হামলা বাড়তে পারে : ইউরোপোল
পক্ষকাল ডেস্ক” : বাংলাদেশসহ দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলে জঙ্গি হামলা আরও বাড়তে পারে বলে সন্ত্রাসবাদ বিষয়ক একটি প্রতিবেদন প্রকাশ করেছে নেদারল্যান্ডসভিত্তিক ইউরোপিয়ান পুলিশ অফিস (ইউরোপোল)। চলতি বছরের জুলাই মাসের শেষের দিকে সংস্থাটি এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করে। ইউরোপোলের ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
ওই রিপোর্টে বলা হয়েছে, দক্ষিণ-পূর্ব এশিয়ায় আইএস ও আল-কায়েদার শাখা তৈরি এবং বাংলাদেশে পশ্চিমাদের টার্গেট করে একাধিক সন্ত্রাসী হামলার ঘটনাবলি ওই অঞ্চলগুলোতে ভবিষ্যৎ হামলা ও অপহরণ আরও বৃদ্ধি করতে পারে।
ইউরোপোল প্রতিবেদনে আরও বলেছে, আল-কায়েদা ইন দ্য ইন্ডিয়ান সাব কন্টিনেন্ট (একিউআইএস) একজন পাকিস্তানি পণ্ডিত ও তিনজন ব্লগারের (নাস্তিক ও ধর্মদ্রোহী বিবেচনায় দুজন বাংলাদেশি ও একজন পাকিস্তানি) হত্যার দায় স্বীকার করেছে।
ওই প্রতিবেদনে ২৮ সেপ্টেম্বর ২০১৫ বাংলাদেশে একজন ইতালীয় নাগরিক এবং ৩ অক্টোবরে একজন জাপানি নাগরিককে হত্যার ঘটনাকে ‘হিট অ্যান্ড রান টেররিস্ট অ্যাটাক’ হিসেবে চিহ্নিত করা হয়, ‘যার দায় পরে আইএস স্বীকার করেছে’ বলে উল্লেখ করা হয়। আইএস বাংলাদেশের শিয়া সম্প্রদায় ও বাংলাদেশি নিরাপত্তা বাহিনীর ওপর আরও আক্রমণ চালানোর দাবিও করেছে।