মঙ্গলবার, ৯ আগস্ট ২০১৬
প্রথম পাতা » অর্থনীতি | ব্রেকিং নিউজ | রাজনীতি » বিদ্যুৎ প্রকল্পে বৈদেশিক ঋণ না নেওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর
বিদ্যুৎ প্রকল্পে বৈদেশিক ঋণ না নেওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর
পক্ষকাল সংবাদ: বিদ্যুৎ প্রকল্পে এখন থেকে বৈদেশিক ঋণ না নেওয়ার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, নিজস্ব অর্থায়নে বিদ্যুত প্রকল্প বাস্তবায়ন করতে হবে। এ জন্য আর বৈদেশিক ঋণ নিতে চাই না।
মঙ্গলবার (৯ আগস্ট) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে প্রধানমন্ত্রী এ পরামর্শ দেন। বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের প্রধানমন্ত্রীর পরামর্শের বিষয়টি অবহিত করেন। এছাড়া যারা বিনিয়োগ করবেন তাদের জন্য জমি, রাস্তাসহ অবকাঠামো সুবিধা নিশ্চিত করা হবে বলেও প্রধানমন্ত্রী বৈঠকে জানান।
পরিকল্পনামন্ত্রী বলেন, যেহেতু বিদ্যুৎ প্রকল্প লাভজনক হয়, তাই বৈদেশিক ঋণ নিয়ে বিদ্যুত কেন্দ্র স্থাপন না করার জন্য আমরা চেষ্টা করছি।