বুধবার, ১০ আগস্ট ২০১৬
প্রথম পাতা » অপরাধ | ব্রেকিং নিউজ | রাজনীতি » আত্মঘাতী হামলার পরিকল্পনা করছে জঙ্গিরা!
আত্মঘাতী হামলার পরিকল্পনা করছে জঙ্গিরা!
পক্ষকাল সংবাদঃ
র্যাবের হাতে আটক হওয়া জেএমবি ও আনসারুল্লা বাংলা টিমের ৬ সদস্য রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আত্মঘাতী হামলার পরিকল্পনা করেছিল বলে দাবি করেছেন র্যার মুখপাত্র মুফতি মাহমুদ খান।বুধবার র্যাব হেডকোয়ার্টারে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে তিনি এ দাবি করেন।
রাজধানীর বিভিন্ন এলাকায় র্যাবের অভিযানে আটক ৬ জনের মধ্যে ৫ জন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি) এবং অন্যজন আনসারুল্লা বাংলা টিমের সদস্য। আটক ব্যক্তিরা হলেন- মো. তাজুল ইসলাম ওরফে তাজুল (২৯), জিয়াবুল হক ওরফে জিয়া (২৪), মোস্তাফিজুর রহমান সিফাত (২৭), জাহিদ আনোয়ার পরাগ (২২), নয়ন হোসেন (২১) এবং জাহিদ হাসান মাইন (২১)। এদের মধ্যে মোস্তাফিজুর রহমান জেএমবি পরিচালিত AT-TAMKINN নামের একটি জঙ্গি সাইটের অ্যাডমিন।
মুফতি মাহমুদ খান আটক ছয়জনের প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে বলেন, আটক ব্যক্তিরা AT-TAMKINN নামের ওয়েবসাইটে নিজেদের আইএস বলে প্রচার করে। এই সাইটটিই আইএসের পক্ষে বাংলাদেশের বিভিন্ন হত্যার দায় স্বীকার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নিজেদের জেএমবি এবং আনসারুল্লা বাংলা টিমের সদস্য বলে স্বীকার করেছে।
র্যাবের এ মুখপাত্র বলেন, জেএমবির এ সদস্যরা নিজেদের দাওলাতুল ইসলামের সদস্য বলে নিজেদের দাবি করে। এ সংগঠনটি গুলশান, শোলাকিয়া, মাদারিপুরে শিক্ষকের ওপর হামলাসহ মোট ১১টি হামলার সঙ্গে সম্পৃক্ত বলেও স্বীকার করেছে।
তিনি আরও বলেন, তাদের আরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। নিজেদের মধ্যে যোগাযোগের জন্য তারা থ্রিমা, ইমো ও টেলিগ্রাম অ্যাপস ব্যবহার করে। এছাড়াও তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে গ্রুপ পেজ খুলে যোগাযোগ রক্ষা করে থাকে।
মুফতি মাহমুদ খান বলেন, আটক ব্যক্তিদের কাছ থেকে দুটি পিস্তল, দুটি ম্যাগাজিন, ৭ রাউন্ড গুলি, ১৩টি ডেটোনেটর, ৩৪টি সার্কিট, ৪টি চাপাতি, ৫টি ছোট চাকু, নয়টি আইডি কার্ড, ৫টি হ্যান্ড গ্রেনেড, ১২টি চকলেট, ১০০ গ্রাম বারুদ, ৪০০ গ্রাম পাওয়ার জেল, ৮ গ্রাম সাদা গান পাউডার, ৫ গ্রাম লাল গান পাউডার ইত্যাদি উদ্ধার করা হয়েছে।