বৃহস্পতিবার, ১১ আগস্ট ২০১৬
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » বিপথগামীদের কারণে ইসলাম সম্পর্কে বিরূপ ধারণা গড়ে উঠছে
বিপথগামীদের কারণে ইসলাম সম্পর্কে বিরূপ ধারণা গড়ে উঠছে
পক্ষকাল সংবাদ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কিছু বিপথগামী মানুষের জন্য ইসলাম ধর্ম সম্পর্কে বিরূপ ধারণা গড়ে উঠছে। এদের বিরুদ্ধে আলেম সমাজকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।বৃহস্পতিবার রাজধানীর খামারবাড়িতে ‘ইসলামের দৃষ্টিতে সন্ত্রাস ও জঙ্গিবাদ এবং আমাদের করণীয়’ শীর্ষক ওলামা সম্মেলনে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান।
বাংলাদেশ জমিয়তুল ওলামা এ সম্মেলনের আয়োজন করেছে। এতে সংগঠনের প্রধান আল্লামা ফরিদউদ্দীন মাসঊদের সভাপতিত্বে ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল উপস্থিত আছেন।
শেখ হাসিনা বলেন, পৃথিবীর সবচেয়ে মানবিক ও উদার ধর্ম হলো ইসলাম। কিন্তু সবচেয়ে দুঃখ লাগে তখন, যখন সামান্য কিছু লোক এই ধর্মকে ব্যবহার করে সন্ত্রাসী কর্মকাণ্ড চালায়। আমাদের পবিত্র ধর্মকে তারা মানুষের কাছে হেয় করে দিচ্ছে। তারা কোন ইসলামের শিক্ষা নিচ্ছে? যে ইসলাম হলো শান্তির, সৌহার্দ্যের, সে ধর্মের নাম ব্যবহার করে সন্ত্রাস চালাচ্ছে, মানুষ হত্যা করছে তারা।
তিনি বলেন, যখনই কেউ ইসলামিক টেরোরিস্ট বলে, আমি সঙ্গে সঙ্গে তার প্রতিবাদ করি। সন্ত্রাসী কোনো ধর্মের হতে পারে না। সামান্য কয়েকটা লোক ইসলামকে হেয় করতে পারে না।