বৃহস্পতিবার, ১১ আগস্ট ২০১৬
প্রথম পাতা » অর্থনীতি | রাজনীতি » ঢাকা-চট্টগ্রাম ৮ লেন প্রকল্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
ঢাকা-চট্টগ্রাম ৮ লেন প্রকল্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
পক্ষকাল সংবাদ ঃ আগামী ১৩ আগষ্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ৮ লেন প্রকল্প উদ্বোধন করবেন বলে জানিয়েছেন, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় ৮ লেন সড়ক পরিদর্শনে এসে এ কথা জানান তিনি। মন্ত্রী জানান, ঐ দিন দুপুর সাড়ে বারোটায় উদ্বোধন ঘোষণা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মন্ত্রী জানান, ১৩২ কোটি টাকা ব্যায়ে সাড়ে সাত কিলোমিটার দীর্ঘ এ সড়কটি দেশের প্রথম ৮ লেন বিশিষ্ট সড়ক। সাড়ে চার বছরে সড়কটি নির্মিত হয়েছে।
এ সময় মন্ত্রী আরো জানান, আরো কয়েকটি মহাসড়ক পর্যায়ক্রমে ৮ লেনে উন্নিত করা হবে। প্রসঙ্গত, ২০১১ সালের জুলাই মাসে এ প্রকল্পের কাজ শুরু করে নারায়ণগঞ্জ সওজ বিভাগ।
এদিকে মহাসড়কগুলোতে যাত্রীদের নিরাপত্তার জন্য ট্রাফিক ব্যবস্থা আধুনিকায়ন ও লোকাল বাসের জন্য পৃথক লেন করার দাবি জানান স্থানীয় জনগন। ৮লেন প্রকল্প বাস্তবায়ন হওয়ায় রাস্তা পারাপারে সাধারণ মানুষ বিড়ম্বনায় পড়ছে বলে তারা মন্ত্রিকে অবহিত করেন।
- See more at: http://www.jamunanews24.com/bn/details.php?id=24250#sthash.VyyabNe6.NAakickA.dpuf