নেইমার চমকে অলিম্বিকের ফাইনালে ব্রাজিল
পোক্ষোকাল ডেস্কঃ অলিম্পিকের ইতিহাসের দ্রুততম গোলটি করেছেন ব্রাজিলের তারকা ফরোয়ার্ড নেইমার। রিওর মারাকানায় পুরুষদের ফুটবলের সেমিফাইনালে হন্ডুরাসের বিপক্ষে ম্যাচ শুরু হওয়ার পনের সেকেন্ডের মাথায় এই গোলটি করেন তিনি। তার শুরু করা এই গোল উৎসব যখন শেষ হয় তখন হন্ডুরাসের জালে ছয় বার বল ঢুকিয়েছে ব্রাজিলের খেলোয়াড়রা। এর মধ্যে নেইমার করেছে দুটি গোল।
গতকাল বুধবার রাতের এই ম্যাচে ব্রাজিল ৬-০ গোলে হন্ডুরাসকে বড় ব্যবধানে হারিয়ে অলিম্পিক গেমস ফুটবলের ফাইনালে উঠেছে ব্রাজিল।
হন্ডুরাসের বিরুদ্ধে নেইমারই প্রথম গোলটা করলেন। রেফারী বাঁশি দেওয়ার সঙ্গে সঙ্গে সুযোগ নিয়ে গোল করেন নেইমার ১-০। ম্যাচের শেষ বাঁশি বাজার মুহুর্তে ষষ্ঠ গোলটিও করেন নেইমার, পেনাল্টি হতে। প্রথমার্ধেই ৩-০। দ্বিতীয়ার্ধে সেটা গিয়ে থামে ৬-০ তে। নেইমারের দুই গোলের মাঝে গ্যাব্রিয়েল জেসুস ২, মারকুইনহস এবং লুয়ান গোল করেন।
কয়েকটা দুর্বল ও ব্যর্থ আক্রমণ করা ছাড়া পুরো ম্যাচজুড়েই হন্ডুরাসকে দেখা গেছে অসহায় আত্মসমর্পণের ভঙ্গিতেই।
সেমিফাইনাল জেতার পর ফুটবলে প্রথমবারের মত অলিম্পিকে স্বর্ণ জেতার সম্ভাবনা তৈরি হয়েছে আয়োজক ব্রাজিলের সামনে। তবে ফাইনালে তাদের মুখোমুখি হতে হবে জার্মানির।
এদিকে রাতেই দ্বিতীয় সেমিফাইনালে নাইজেরিয়াকে ২-০ গোলের ব্যবধানে পরাজিত করে ফাইনাল নিশ্চিত করে জার্মানি।