তাকওয়া ইন্টারন্যাশনাল স্কুলের শতভাগ পাশ
পক্ষকাল প্রতিনিধি, নরসিংদী : প্রখ্যাত শিক্ষাবিদ এবং বিশিষ্ট গবেষক, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ডিপার্টমেন্ট অব কম্পিউটার সাইন্স এ্যান্ড ইঞ্জিনিয়ারিং এর স্বনামধন্য লেকচারার, ইঞ্জিনিয়ার মোহাম্মদ শাহাদত হোসাইন (রুমিন) স্যারের সার্বক্ষণিক তত্ত্বাবধানে পরিচালিত- পথচলার প্রথম বর্ষেই সাফল্যের চূড়ায় এই স্কুলের পদচারনা।
২০১৫ সালে অনুষ্ঠিত প্রাথমিক শিক্ষা সমাপনী (পিএসসি) পরীক্ষায় উপজেলা পর্যায়ের বিভিন্ন প্রতিষ্ঠিত স্কুলগুলোর সঙ্গে প্রতিযোগিতা করে এক উচ্চতর আসনে অধিষ্ঠিত হয়েছে প্রতিষ্ঠানটি।
পিএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে মাত্র ছয়জন শিক্ষার্থীর চারজনই জিপিএ-৫ প্রাপ্তির অসাধারণ কৃতিত্ব অর্জন করেছে। অপ্রত্যাশিত দুর্ঘটনার কারণে বাকী দু’জন শিক্ষার্থী ৪.৮৩ গ্রেড পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হয়েছে। নরসিংদী জেলার রায়পুরা উপজেলার মরজাল ইউনিয়নে এক মনোরম পরিবেশে প্রতিষ্ঠানটির অবস্থান।
“ভালো মানুষ” গড়ার এক দৃঢ় প্রত্যয় নিয়ে ক্লান্তিহীন পরিশ্রম, বস্তুনিষ্ঠ পাঠদান আর সুশৃঙ্খল পরিচালনায় পথ চলার শুরুতেই প্রতিষ্ঠানটির এই উপহার।
যাঁদের পরিচালনায় প্রতিষ্ঠানটির এই উজ্জ্বল অবস্থান-
১.মো. লিটন মিয়া - চেয়ারম্যান, নেস্টার ট্রেডিং লিমিটেড
২. লোকমান হোসেন খান -ম্যানেজিং ডিরেক্টর, নিউজপেজ২৪.কম
৩. ইঞ্জিনিয়ার নাজিম উদ্দিন -প্রবাসী ইঞ্জিনিয়ার, সৌদিআরব
৪. আকসিরুর রহমান -বিশিষ্ট ব্যাবসায়ী, সৌদিআরব
৫. ডা: শিমুল -জনপ্রিয় ডাক্তার, মরজান বাজার
৬. তোফায়েল আহমেদ -দলিল লেখক, নরসিংদী
৭. মো. কামরুল হাসান -অভিজ্ঞ শিক্ষক, নরসিংদী
৮. মো. নূরুল আলম -প্রবাসী, সৌদিআরব
৯. মো. আলমগীর হোসেন -প্রবাসী ব্যাবসায়ী, সৌদিআরব
যোগাযোগ :তাকওয়া ইন্টারন্যাশনাল স্কুল, মরজাল বাজার, রায়পুরা, নরসিংদী