শিরোনাম:
ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ন ১৪৩১

Daily Pokkhokal
শনিবার, ২০ আগস্ট ২০১৬
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » আওয়ামী লীগ নেত্রী নাজমা রহমানের মৃত‌্যু
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » আওয়ামী লীগ নেত্রী নাজমা রহমানের মৃত‌্যু
২১৬ বার পঠিত
শনিবার, ২০ আগস্ট ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আওয়ামী লীগ নেত্রী নাজমা রহমানের মৃত‌্যু

---পক্ষকালঃ
আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক নাজমা রহমান মারা গেছেন।

শনিবার যুক্তরাষ্ট্রের অ‌্যারিজোনার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত‌্যু হয় বলে বাংলাদেশে থাকা তার স্বজনা জানিয়েছেন। তার বয়স হয়েছিল ৬৫ বছর।দলীয় নেত্রী নাজমার মৃত‌্যুতে শোক জানিয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।গণমাধ‌্যমে পাঠানো এক শোকবার্তায় শেখ হাসিনা বলেন, “৭৫ পরবর্তী গণতন্ত্র পুনরুদ্ধারে তার সাহসী ভূমিকার কথা জাতি শ্রদ্ধার সাথে স্মরণ করবে। তার মৃত্যুতে আওয়ামী লীগ একজন ত্যাগী কর্মীকে হারাল।”

নাজমা রহমান নারায়ণগঞ্জ জেলা ও শহর আওয়ামী লীগের সভানেত্রী এবং শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।

তার ঘনিষ্ঠ সহকর্মী ও নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি হালিম সিকদার সাংবাদিকদের বলেন, বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে হরতালে ঢাকায় পুলিশের লাঠির আঘাতে মাথায় গুরুতর আঘাত পেয়েছিলেন নাজমা রহমান। ওই আঘাতের রেশ ধরেই তার অসুস্থতা।

“সম্প্রতি হৃদরোগে আক্রান্ত হওয়ার পর তার মস্তিস্ক ও অঙ্গপ্রতঙ্গ অচল হয়ে পড়েছে। অ‌্যারিজোনার হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন তিনি। আজ (শনিবার) বাংলাদেশ সময় সকাল সাড়ে ৮টায় ইন্তেকাল করেন।”

যুক্তরাষ্ট্রে বড় মেয়ে তানিয়া রহমান লুনার কাছে ছিলেন নাজমা। অসুস্থতার খবর পেয়ে তার ছোট মেয়ে জয়িতা রহমান সোমাও জার্মানি থেকে সেখানে যান।

নাজমাকে অ‌্যারিজোনায় মুসলিম কবরস্থানে দাফন করা হবে বলে হালিম সিকদার জানান।

সত্তরের দশকে ঢাকা বিশ্ববিদ‌্যালয়ে বাংলায় স্নাতকোত্তর ডিগ্রি নিয়ে কলেজে শিক্ষকতা শুরু করলেও নারায়ণগঞ্জ পৌরসভার কাউন্সিলর নির্বাচিত হওয়ার পর পুরোপুরি রাজনীতিতে জড়িয়ে পড়েন নাজমা। তিনি বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের সঙ্গেও যুক্ত ছিলেন।

১৯৯৭ থেকে ২০০১ সাল পর্যন্ত তিনি নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন। তার আগে দীর্ঘদিন শহর আওয়ামী লীগের সভাপতি ছিলেন।

নাজমা রহমান ১৯৮৬ ও ১৯৯১ সালের সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। তবে নির্বাচিত হতে পারেননি তিনি।

নাজমার স্বামী মুজিবুর রহমান বাদল দৈনিক সংবাদের চীফ রিপোর্টার এবং নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক সকাল বার্তার সম্পাদক ছিলেন।



এ পাতার আরও খবর

নানা আয়োজনে নববর্ষ বরণের প্রস্তুতি নানা আয়োজনে নববর্ষ বরণের প্রস্তুতি
রাশিয়া পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে প্রস্তুত রাশিয়া পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে প্রস্তুত
পুতিনের বিরুদ্ধে সুরক্ষার জন্য যুক্তরাজ্যের পারমাণবিক প্রতিরোধকে জোরদার করার প্রতিশ্রুতি দিয়েছেন সুনাক পুতিনের বিরুদ্ধে সুরক্ষার জন্য যুক্তরাজ্যের পারমাণবিক প্রতিরোধকে জোরদার করার প্রতিশ্রুতি দিয়েছেন সুনাক
মস্কোর কনসার্ট হলে হামলায় আদালতে  তিনজন সন্দেহভাজন দোষী সাব্যস্ত মস্কোর কনসার্ট হলে হামলায় আদালতে তিনজন সন্দেহভাজন দোষী সাব্যস্ত
কনসার্ট হল গণহত্যার সন্দেহভাজনদের আদালতে হাজির, মৃতের সংখ্যা বাড়ছে কনসার্ট হল গণহত্যার সন্দেহভাজনদের আদালতে হাজির, মৃতের সংখ্যা বাড়ছে
গণতান্ত্রিক প্রক্রিয়ায় ‘চীনা হস্তক্ষেপ “নিয়ে নিষেধাজ্ঞার দিকে নজর দেবে যুক্তরাজ্য গণতান্ত্রিক প্রক্রিয়ায় ‘চীনা হস্তক্ষেপ “নিয়ে নিষেধাজ্ঞার দিকে নজর দেবে যুক্তরাজ্য
মস্কো হামলার পর ইসলামিক স্টেট নিয়ে যুক্তরাজ্যের ‘একেবারে’ উদ্বিগ্ন হওয়া উচিতঃ হান্ট মস্কো হামলার পর ইসলামিক স্টেট নিয়ে যুক্তরাজ্যের ‘একেবারে’ উদ্বিগ্ন হওয়া উচিতঃ হান্ট
ন্যাটোর মিত্র রাশিয়ার সঙ্গে ‘সরাসরি যুদ্ধ’ বাধাগ্রস্ত করার জন্য মর্মান্তিক সতর্কতা জারি করেছে ন্যাটোর মিত্র রাশিয়ার সঙ্গে ‘সরাসরি যুদ্ধ’ বাধাগ্রস্ত করার জন্য মর্মান্তিক সতর্কতা জারি করেছে
চীনের  গণতান্ত্রিক প্রক্রিয়া বিঘ্নিত করার সঙ্গে জড়িত থাকার অভিযোগ আনা ব্যক্তিদের বিরুদ্ধে সোমবার নিষেধাজ্ঞা আরোপ করবে ব্রিটেন চীনের গণতান্ত্রিক প্রক্রিয়া বিঘ্নিত করার সঙ্গে জড়িত থাকার অভিযোগ আনা ব্যক্তিদের বিরুদ্ধে সোমবার নিষেধাজ্ঞা আরোপ করবে ব্রিটেন
রমজানে হামলা সহিংসতায় ইন্ধন জোগাচ্ছে রমজানে হামলা সহিংসতায় ইন্ধন জোগাচ্ছে

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)