শিরোনাম:
ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩১

Daily Pokkhokal
সোমবার, ২২ আগস্ট ২০১৬
প্রথম পাতা » খেলাধুলা » রিও অলিম্পিকের বর্ণিল সমাপন
প্রথম পাতা » খেলাধুলা » রিও অলিম্পিকের বর্ণিল সমাপন
২৬২ বার পঠিত
সোমবার, ২২ আগস্ট ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রিও অলিম্পিকের বর্ণিল সমাপন

---
ডেস্ক : আনন্দ-বেদনা সঙ্গী করে আনুষ্ঠানিক সমাপ্তি ঘটলো রিও অলিম্পিক গেমসের। সোমবার (২২ আগস্ট) ভোরে বর্ণিল সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হলো অলিম্পিক গেমসের ৩১তম আসর।

বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া আসর এই অলিম্পিক। গত ৫ আগস্ট ব্রাজিলের রিও ডি জেনেইরোতে বসেছিল এই আসরের ৩১তম সংস্করণ। বিশ্বের ২০৭টি দেশের সাড়ে ১১ হাজার ক্রীড়াবিদ অংশ নিয়েছিলেন এই আসরে। ২৮টি অলিম্পিক স্পোর্টস ইভেন্টে পদকের লড়াইয়ে শামিল হয়েছিলেন তারা।

এবারের অলিম্পিক লড়াই ছিল ৩০৭টি স্বর্নপদকসহ মোট ৯৭৫টি পদক ঘিরে। সেই লড়াই শেষে ৪৬টি স্বর্ণসহ মোট ১২১ পদক জিতে শ্রেষ্ঠত্বের মুকুট নিজেদের করে নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্রীড়াবিদরা। দ্বিতীয় স্থানে থাকা গ্রেট ব্রিটেন ২৭টি স্বর্ণসহ মোট ৬৭ পদক জিতেছে। এশিয়ার দেশ চীন ২৬টি স্বর্ণসহ মোট ৭০ পদক জিতে রয়েছে তৃতীয় স্থানে। আর বরাবর অলিম্পিকে দাপট দেখানো রাশিয়া এবার হয়েছে চতুর্থ। ডোপ কেলেঙ্কারির কারণে রিও অলিম্পিকে নিষিদ্ধ করা হয়েছিল রাশিয়ান ক্রীড়াবিদদের একটি বড় অংশকে। যে কারণে সব ইভেন্টে অংশ নিতে পারেনি ইউরোপের এই দেশটি। এরপরও ১৯টি স্বর্ণসহ মোট ৫৬টি পদক জিতেছে রাশানরা।

বাংলাদেশের মোট ৭ ক্রীড়াবিদ অংশ নিয়েছেন রিও অলিম্পিকে। তবে শূন্য হাতেই দেশে ফিরতে হচ্ছে তাদের।

ঘটন অঘটনেই ভরা ছিল এবারের অলিম্পিক গেমস। জিকা ভাইরাস ও সন্ত্রাসী হামলার হুমকি মাথায় নিয়ে শুরু হয়েছিল এই ক্রীড়া আসর। শেষ অব্দি সফলভাবেই এর পরিসমাপ্তি ঘটল। তবে আসর শুরুর আগে অলিম্পিক ভিলেজের অব্যবস্থাপনায় সৃষ্ট বিতর্ক ও সমালোচনা, আসর চলাকালে ক্রীড়াবিদদের আহত হওয়ার ঘটনা, খেলার বাইরে যুক্তরাষ্ট্রের দুই খেলোয়াড়ের ডাকাতির শিকার হওয়ার মিথ্যা দাবি; এমন টুকরো টুকরো কিছু অপ্রীতিকর ঘটনা রিও অলিম্পিকের সৌন্দর্য্যে খানিকটা কালিমা লাগিয়েছে। অন্যদিকে, ক্রীড়া আনন্দের পাশাপাশি ক্রীড়াবিদদের অনেকের প্রেম-রোমান্স-বিয়ের ঘটনা ও মানবতা প্রদর্শনের ঘটনা রিও অলিম্পিককে বাড়তি সৌন্দর্য্য যুগিয়েছে।

এবারের অলিম্পিকে ২৭টি বিশ্ব রেকর্ড ও ৯১টি অলিম্পিক রেকর্ডের জন্ম হয়েছে। আসরের সবচেয়ে আকর্ষণীয় ও আলোচিত ছিলেন দুই পুরুষ ক্রীড়াবিদ। এদের একজন যুক্তরাষ্ট্রের সাঁতারু মাইকেল ফেলপস, অন্যজন জ্যামাইকার দৌড়ের রাজা উসাইন বোল্ট।

এই দুই মহাতারকারই কার্যত এটি ছিল শেষ অলিম্পিক। এবারের আসরে সাঁতারে অংশ নিয়ে মোট ৫টি স্বর্ণ জিতেছেন ফেলপস। সেই সঙ্গে অলিম্পিকে সর্বকালের সেরা পদক জয়ীর আসন নিজের করে নিয়েছেন তিনি। অন্যদিকে, নিজের তিন ইভেন্টেই (১০০ ও ২০০ মিটার স্প্রিন্ট ও ৪ গুণিতক ১০০ মিটার রিলে) স্বর্ণ জিতেছেন উসাইন বোল্ট। সঙ্গে প্রথম ক্রীড়াবিদ হিসেবে টানা তিনটি অলম্পিক আসরে নিজের তিন ইভেন্টে স্বর্ণ জয়ের নজিরস্থাপন করেছেন জ্যামাইকার এই বিশ্বখ্যাত দৌড়বিদ।

উদ্বোধনীর মতো রিও অলিম্পিকের সমাপনী অনুষ্ঠানটাও ছিল বর্ণিল। বাংলাদেশ সময় সোমবার ভোর ৫টায় শুরু হয় সমাপনী অনুষ্ঠান। ক্রীড়াবিদদের হাসি-আনন্দ-উচ্ছ্বাস আর ব্রাজিলীয় সংস্কৃতির ছোঁয়ায় দুই ঘন্টারও বেশি সময় ধরা চলা প্রাণবন্ত সমাপনী অনুষ্ঠানটির পরতে পরতে ছিল রঙের খেলা। ঐতিহাসিক মারাকানা স্টেডিয়াম তাই সমাপনী অনুষ্ঠানে সেজেছিল বর্ণিল সাজে।

চার বছর পর (২০২০ সালে) জাপানের টোকিওতে বসবে অলিম্পিকের পরবর্তী আসর। মারাকানার সমাপনী অনুষ্ঠানে তাই অলিম্পিকের মশাল তুলে দেওয়া হয়েছে জাপানীদের হাতে।



এ পাতার আরও খবর

চরম নাটকীয়তার পর ‘যৌথ চ্যাম্পিয়ন’ বাংলাদেশ-ভারত চরম নাটকীয়তার পর ‘যৌথ চ্যাম্পিয়ন’ বাংলাদেশ-ভারত
ইউনিভার্সাল  রেকর্ড ফর্মে প্রথম বাংলাদেশ হিসেবে ইউনিভার্সাল বুকেনাম। অন্তর্ভুক্ত করলেন সুইজারল্যান্ড প্রবাসী গ্র্যান্ডমাস্টার কারাতে ডক্টর মোহা : গোলাম জাকারিয়া ইউনিভার্সাল রেকর্ড ফর্মে প্রথম বাংলাদেশ হিসেবে ইউনিভার্সাল বুকেনাম। অন্তর্ভুক্ত করলেন সুইজারল্যান্ড প্রবাসী গ্র্যান্ডমাস্টার কারাতে ডক্টর মোহা : গোলাম জাকারিয়া
প্রেমজিত সেন ওয়ার্ল্ড কারাতে ফেডারেশন থেকে  বহিষ্কারের পর ও বাংলাদেশের সেমিনারে আসলেন প্রেমজিত সেন ওয়ার্ল্ড কারাতে ফেডারেশন থেকে বহিষ্কারের পর ও বাংলাদেশের সেমিনারে আসলেন
বিশ্বকাপের টিকিট পেতে মাঠে নামছে ব্রাজিল বিশ্বকাপের টিকিট পেতে মাঠে নামছে ব্রাজিল
চোখের জলে মেসির বিদায় চোখের জলে মেসির বিদায়
অলিম্পিকসে ফুটবলের মুকুট ধরে রাখল ব্রাজিল অলিম্পিকসে ফুটবলের মুকুট ধরে রাখল ব্রাজিল
পর্দা নামল টোকিও অলিম্পিকসের, অপেক্ষা প্যারিসের পর্দা নামল টোকিও অলিম্পিকসের, অপেক্ষা প্যারিসের
করোনা আক্রান্ত শচীন করোনা আক্রান্ত শচীন
কিউই পেসারে আসা-যাওয়ার মিছিলে টাইগাররা কিউই পেসারে আসা-যাওয়ার মিছিলে টাইগাররা
আজকে নতুনত্ব অধিনায়ক ঘোষণা হবে বাংলাদেশের আজকে নতুনত্ব অধিনায়ক ঘোষণা হবে বাংলাদেশের

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)