গুলশান হামলায় আইএস নয়, জামায়াত জড়িত : নৌপরিবহনমন্ত্রী
পক্ষকাল সংবাদঃ
নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, গুলশানে স্প্যানিশ রেস্তোরাঁ হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার সঙ্গে ইসলামিক স্টেট (আইএস) নয়, বাংলাদেশ জামায়াতে ইসলামী জড়িত।
আজ ২৫ আগস্ট বৃহস্পতিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ মন্তব্য করেন।
‘জঙ্গিবাদ প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক এ আলোচনার আয়োজন করে ‘অ্যাসোসিয়েশন ফর ল রিসার্চ অ্যান্ড হিউম্যান রাইটস’ নামে একটি সংগঠন।
আলোচনায় মন্ত্রী বলেন, বিএনপি ও জামায়াত এখন যুদ্ধাপরাধীদের বাঁচাতে দেশে জঙ্গিদের মদদ দিচ্ছে। যেকোনো উপায়ে বিএনপি-জামায়াতকে মোকাবিলায় দেশবাসীকে একসঙ্গে কাজ করতে হবে।
শাজাহান খান বলেন, বিএনপি-জামায়াতের সঙ্গে কোনো ঐক্য নয়। তিনি আরো বলেন, দেশের স্বার্থে নয়, পাকিস্তানিদের জন্যই কাজ করছে বিএনপি-জামায়াত।
গত ১ জুলাই রাতে রাজধানীর গুলশান ২ নম্বর সেকশনের স্প্যানিশ রেস্তোরাঁ হলি আর্টিজান বেকারিতে হামলা চালায় সন্ত্রাসীরা। সেখানে তারা দেশি-বিদেশিদের জিম্মি করে রাখে। সন্ত্রাসীদের প্রতিরোধ করতে গিয়ে রাতেই নিহত হন বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহউদ্দিন খান ও গোয়েন্দা বিভাগের সহকারী কমিশনার রবিউল করিম।
পরের দিন ২ জুলাই সকালে জিম্মিদের উদ্ধারে অভিযান চালায় যৌথ বাহিনী। অভিযান শেষে ঢাকা সেনানিবাসে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়, গুলশানের হলি আর্টিজান থেকে ২০ জনের লাশ উদ্ধার করা হয়েছে। তাঁদের সবাইকে গত শুক্রবার রাতেই ধারালো অস্ত্র দিয়ে হত্যা করা হয়। অভিযানে সাত সন্ত্রাসীর মধ্যে ছয়জন নিহত হয়।
নিহতদের মধ্যে নয়জন ইতালির, সাতজন জাপানি ও একজন ভারতের নাগরিক। বাকি তিনজন বাংলাদেশি, যাদের মধ্যে একজনের যুক্তরাষ্ট্রেরও নাগরিকত্ব ছিল।
মধ্যপ্রাচ্যের জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট এ হামলার দায় স্বীকার করে বলে দাবি করে জঙ্গি তৎপরতা পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান সাইট ইন্টেলিজেন্স। প্রতিষ্ঠানটি আইএসের বার্তা সংস্থা ‘আমাক’-এর বরাত দিয়ে পাঁচজনের ছবি প্রকাশ করে দাবি করে, এরাই গুলশান হামলায় অংশ নেয়।