বৃহস্পতিবার, ২৫ আগস্ট ২০১৬
প্রথম পাতা » রাজনীতি » ধর্মীয় সম্প্রীতি দৃঢ় করে সমৃদ্ধ দেশ গড়ার আহবান রাষ্ট্রপতির
ধর্মীয় সম্প্রীতি দৃঢ় করে সমৃদ্ধ দেশ গড়ার আহবান রাষ্ট্রপতির
পক্ষকাল সংবাদঃসব ধর্মের মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ দৃঢ় করে দেশ গড়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।জন্মাষ্টমী উপলক্ষে আজ বৃহস্পতিবার বঙ্গভবনে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে দেওয়া বক্তব্যে রাষ্ট্রপতি এ আহ্বান জানান।হিন্দু সম্প্রদায়ের সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। একতা ও ধর্মনিরপেক্ষতার প্রতি দেশের মানুষের দৃঢ় আস্থা রয়েছে।দেশের অগ্রগতি ও সমৃদ্ধি অর্জনের জন্যে বিদ্যমান ভ্রাতৃত্ব ও বন্ধুত্ব সম্পর্কের মিলিত প্রচেষ্টা রয়েছে।
শ্রীকৃষ্ণের জন্মতিথি উপলক্ষে দেশ-বিদেশের সব হিন্দু ধর্মাবলম্বীকে শুভেচ্ছা জানিয়ে আবদুল হামিদ বলেন, “সমাজ থেকে অন্যায়-অত্যাচার, নিপীড়ন ও হানাহানি দূর করে মানুষে মানুষে অকৃত্রিম ভালবাসা ও সম্প্রীতির বন্ধন গড়ে তোলাই ছিল শ্রীকৃষ্ণের মূল সাধনা। যেখানে অন্যায় অবিচার দেখেছেন, সেখানেই শ্রীকৃষ্ণ আপন মহিমায় আবির্ভূত হয়েছেন।
“তিনি সর্বদা মানবতার মুক্তির পথ খুঁজেছেন। সৃষ্টিকর্তার বন্দনা ও আরাধনার মাধ্যমে মানুষে মানুষে সম্প্রীতির আবহ সৃজনে তার আদর্শ সমভাবে প্রযোজ্য।”
অনুষ্ঠানে রাষ্ট্রপতি হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা, ধর্ম বিষয়ক মন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান এবং আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সতীশ চন্দ্র রায়, সিপিডি’র বিশিষ্ট ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য, গায়ক সুবীর নন্দী, বিশিষ্ট চিকিৎসক সামন্ত লাল সেন, অরূপ রতনচৌধুরী যুব মহিলা লীগের সাধারন সম্পাদক অপু উকিল এ সময় উপস্থিত ছিলেন।
পাশাপাশি হিন্দু ধর্মীয় ব্যক্তিত্ব, হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ এবং হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন পেশার ব্যক্তিরা সংবর্ধনায় অংশ নেন।