ফেসবুক ও টুইটারে যুক্ত হলেন খালেদা জিয়া
পক্ষকাল সংবাদ
: সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও টুইটারে যুক্ত হলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। খালেদা জিয়ার টুইটার অ্যাকাউন্টটির নাম (BegumZiaBd)।
প্রথম টুইটে খালেদা জিয়া দেশবাসীর উদ্দেশে বাংলা ও ইংরেজিতে লিখেছেন, ‘প্রতিষ্ঠা দিবসের আহ্বান-আসুন আমরা স্বৈরশাসনকে পরাজিত করি, ঐক্যবদ্ধ হই, মুক্ত গণতান্ত্রিক সমাজ গড়ি।’
khaledaরাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বৃহস্পতিবার বিকেলে বিএনপির ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় খালেদা জিয়া আনুষ্ঠানিকভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে যুক্ত হন তিনি। একইসঙ্গে ব্লগ ও ওয়েবসাইটের উদ্বোধন করেন তিনি।
আলোচনা সভায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া জাতীয়তাবাদী দল (বিএনপির) নামে একটি আলাদা ওয়েবসাইট (www.bnpbangladesh.com), ফেইসবুক (bnp.communication), টুইটার (bnpbangladesh) ও ব্লগও (www.banaladeshivoices.blogspot.com) উদ্বোধন করেন।