শনিবার, ৩ সেপ্টেম্বর ২০১৬
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » আজ রাতেই মীর কাসেম আলীর ফাঁসি: স্বরাষ্ট্রমন্ত্রী
আজ রাতেই মীর কাসেম আলীর ফাঁসি: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন, আজ রাতেই মীর কাসেম আলীর মৃত্যুদণ্ড কার্যকর করা হবে।ফাঁসি কার্যকর করতে সরকারের নির্বাহী আদেশ গাজীপুরের কাশিমপুর কারাগারে পৌঁছেছে।
এর আগে গতকাল শুক্রবার রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা না করার সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাহী সদস্য মীর কাসেম আলী।
তারপরই থেকেই তাঁর মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়টি নিয়ে জল্পনা-কল্পনা শুরু হয়। আজ বেলা পৌনে চারটায় মীর কাসেম আলীর পরিবারের সদস্যরা তাঁর সাথে শেষ দেখা করতে গেছেন।মীর কাসেমের ফাঁসির রায় কার্যকরকে কেন্দ্র করে গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।
গতকাল কাশিমপুর কারাগার-২-এর জ্যেষ্ঠ তত্ত্বাবধায়ক (জেল সুপার) প্রশান্ত কুমার বণিক সাংবাদিকদের উদ্দেশে বলেন, ‘দুপুরের খাবারের পর বেলা তিনটার দিকে কনডেম সেলে মীর কাসেমের কাছে তিনিসহ কয়েকজন কারা কর্মকর্তা দেখা করেন। এ সময় তাঁরা জানতে চান মীর কাসেম প্রাণভিক্ষা চাইবেন কি না। জবাবে মীর কাসেম বলেছেন, তিনি রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন করবেন না।
কর্মকর্তারা জানিয়েছেন, এর মধ্য দিয়ে তাঁর ফাঁসি কার্যকরে আর কোনো বাধা থাকল না। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তাঁদের সিদ্ধান্ত অনুযায়ী এখন যেকোনো সময়ে মীর কাসেম আলীর ফাঁসি হতে পারে। এরই মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রী আজ রাতে ফাঁসি কার্যকরের ঘোষণা দিলেন।
কারা কর্তৃপক্ষের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা গতকাল বলেছেন, শনিবার রাতে তাঁর ফাঁসি কার্যকর করার মতো প্রস্তুতি তাঁদের রয়েছে। কাশিমপুর কারাগারেই ফাঁসি কার্যকর করা হবে। মানবতাবিরোধী অন্য আসামিদের মৃত্যুদণ্ড যেভাবে কার্যকর করা হয়েছে, ওই প্রক্রিয়ায় মীর কাসেম আলীর ফাঁসি কার্যকর করা হবে।
কাশিমপুর কারাগার-২-এর কারাধ্যক্ষ (জেলার) নাশির আহমেদ জানান, কারাগারের ৪০ নম্বর কনডেম সেলে বন্দী মীর কাসেম আলী সুস্থ আছেন। কারাগারের চিকিৎসকেরা তাঁর স্বাস্থ্য পরীক্ষা করেছেন। তাঁকে স্বাভাবিক খাবার দেওয়া হয়েছে।
মীর কাসেম আলীর ফাঁসি কার্যকরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে দু’টি ফাঁসির মঞ্চ প্রস্তুত রাখা হয়েছে বলে জানিয়েছেন কাশিমপুর কারাগার-২ এর জেলার নাশির আহমেদ।
তিনি আরও বলেন, কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে আলাদা চারটি কারাগার রয়েছে। তার মধ্যে কাশিমপুর কারাগার-১, কাশিমপুর কারাগার-২, হাইসিকিউরিটি ও নারী কারাগার। এর মধ্যে কাশিমপুর কারাগার-২ ও হাইসিকিউরিটি কারাগার দু’টিতে একটি করে ফাঁসির মঞ্চ প্রস্তুত রাখা হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের নির্দেশ অনুযায়ী মীর কাসেমকে এর যে কোনো একটিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হবে।
এরইমধ্যে শুক্রবার ফাঁসির মহড়া দেওয়া হয়েছে। বৃহস্পতিবারও (১ সেপ্টেম্বর) দেওয়া হয় মহড়া।