সোমবার, ৫ সেপ্টেম্বর ২০১৬
প্রথম পাতা » অপরাধ | ব্রেকিং নিউজ | রাজনীতি » জেএমবির ‘আত্মঘাতী শাখার’ ৪ নারী সদস্য আটক
জেএমবির ‘আত্মঘাতী শাখার’ ৪ নারী সদস্য আটক
পক্ষকাল ডেস্কঃ
সিরাজগঞ্জের কাজিপুরে নিষিদ্ধ জঙ্গি দল জেএমবির ‘আত্মঘাতী শাখার’ সন্দেহভাজন চার নারী সদস্যকে আটকের খবর দিয়েছে পুলিশ।
সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশের ওসি ওহেদুজ্জামান জানান, রোববার রাত আড়াইটার দিকে পশ্চিম বড়ইতলা এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- ওই গ্রামের আবু সাঈদের স্ত্রী ফুলেরা বেগম (৪৫), তার দুই মেয়ে শাকিলা খাতুন (১৮) ও সালমা খাতুন (১৬) এবং প্রতিবেশী রফিকুল ইসলামের স্ত্রী রাজিয়া খাতুন (৩৫)।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ওসি বলেন, “গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তাদের কাছ থেকে বেশ কিছু জিহাদি বই ও একটি কম্পিউটার উদ্ধার করা হয়েছে।”
ওসি জানান, চারজনকে পুলিশ সুপার কার্যালয়ে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
“তারা জেএমবির নারী সুইসাইড স্কোয়াডের সদস্য বলে জানিয়েছে। তারা হাই কমান্ডের তলবের অপেক্ষায় ছিলেন। ডাক পেলেই অপারেশনে যেত।”
পরে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে বলে জানিয়েছে পুলিশ।