শুক্রবার, ৯ সেপ্টেম্বর ২০১৬
প্রথম পাতা » জেলার খবর | ব্রেকিং নিউজ » শার্শায় ২ কোটি টাকার কর ফাঁকির গাড়ির যন্ত্রাংশ চিকিৎসা সামগ্রী উদ্ধার
শার্শায় ২ কোটি টাকার কর ফাঁকির গাড়ির যন্ত্রাংশ চিকিৎসা সামগ্রী উদ্ধার
আমিনুর রহমান তুহিন: যশোরের শার্শায় ২ কোটি টাকার কর ফাঁকির গাড়ির যন্ত্রাংশ এমিটেশন,কসমেটিকস ও চিকিৎসা সামগ্রী উদ্ধার।
যশোরের শার্শা উপজেলার নাভারণ বাজার এলাকা থেকে কর ফাঁকির ২ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় বিভিন্ন প্রকার গাড়ীর যন্ত্রাংশ,এমিটেশন,কসমেটিকস এবং চিকিৎসা সামগ্রী উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। তবে এ সময় কোন চোরাচালানীকে আটক করতে পারিনি বিজিবি।
গত শুক্রবার রাতে মালামাল আটক করলেও গণনা এবং সঠিক হিসাব-নিকাশে সময় লাগায় মঙ্গলবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তি এ তথ্য জানায় বিজিবি।
বিজিবি জানায়,হাবিলদার আহম্মদ উল্লাহর টহলদল কর্তৃক অত্র ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মোহম্মদ লিয়াকত আলী’র নেতৃত্বে সোর্সের দেওয়া তথ্যের ভিত্তিতে ঢাকাগামী ঈগল পরিবহনের একটি যাত্রীবাহী বাসকে ভোমরা সীমান্ত এলাকা থেকে অনুস্বরণ করে নাভারণ বাজারের নিকট পাকা রাস্তার উপর থামিয়ে তল্লাশী করে আমদানী কর ফাঁকি দিয়ে ভারত হতে আমদানীকৃত বিপুল পরিমাণ বিভিন্ন প্রকার গাড়ীর যন্ত্রাংশ,এমিটেশন,কসমেটিকস এবং চিকিৎসা সামগ্রী উদ্ধার করে। যার আনুমানিক সিজার মূল্য দুই কোটি টাকা।
আটককৃত মালামাল যশোর কাষ্টমস হাউসে জমা দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন ভারপ্রাপ্ত সিও মেজর লিয়াকত।