পররাষ্ট্র মন্ত্রীর সংবাদ সম্মেলন
আগামী ১৬-১৭ সেপ্টেম্বর ২০১৬ তারিখে কানাডার মন্ট্রিয়েলে গ্লোবাল ফান্ডের পঞ্চম সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।এই সম্মেলনে নারীর সুস্বাস্থ্যের অধিকার সংরক্ষণ এবং এ কাজে তরুণ জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার বিষয়টি প্রাধান্য পাবে।অন্যদিকে, আগামী ১৩ সেপ্টেম্বর ২০১৬ তারিখ থেকে জাতিসংঘ সাধারণপরিষদের ৭১-তম অধিবেশন নিউইয়র্কস্থ জাতিসংঘ সদরদপ্তরে শুরু হবে।
মাননীয় প্রধানমন্ত্রী দ’ুটি সম্মেলনেই যোগ দেবেন বলে আশা করা যাচ্ছে।কানাডার প্রধানমন্ত্রী মি. জাস্টিন ট্রুডোর ব্যক্তিগত আমন্ত্রণে গ্লোবাল ফান্ডের সম্মেলনে যোগদান উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী আগামী ১৪ সেপ্টেম্বর ২০১৬
তারিখে কানাডার মন্ট্রিয়েলের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। দীর্ঘ সময় পর উত্তর আমেরিকার এই দেশটিতে বাংলাদেশের কোন সরকার প্রধান সফরে যাচ্ছে। কানাডা
সফর শেষে মাননীয় প্রধানমন্ত্রী ১৮ সেপ্টেম্বর ২০১৬ তারিখে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগদানের জন্য নিউইয়র্কের উদ্দেশে যাত্রা করবেন। সেপ্টেম্বর ২০১৬ তারিখে মাননীয় প্রধানমন্ত্রী কানাডা এবং আরো ৯ জন
আমন্ত্রিত রাষ্ট্র ও সরকার প্রধান, জাতিসংঘ মহাসচিব মি. বান কি-মুন এবং মাইক্রোসফ্ধসঢ়;টের প্রতিষ্ঠাতা মি. বিল গেটস-এর সাথে গ্লোবাল ফান্ড কনফারেন্সের
উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন।